X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

পারাবত ট্রেনে আগুন: তদন্তে কমিটি, ৫ দিনে দিতে হবে প্রতিবেদন

মৌলভীবাজার প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৯:৪৬আপডেট : ১১ জুন ২০২২, ১৯:৪৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর উপজেলায় পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত ক কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে শনিবার (১১ জুন) বিকালে এই কমিটি গঠন করে রেল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুন লাগার ঘটনায় বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।’

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-আখাউড়া রেললাইনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশনের অদূরে চককবিরাজী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুনে লাগে। আগুনে তিনটি বগি পুড়েছে। তবে এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বিকাল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় লাইন থেকে দুর্ঘটনাকবলিত বগি সরানোর কাজ। সেগুলো সরিয়ে বিকাল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনটিতে থাকা যাত্রী সুকেশ দাশ বলেন, ‘আমি শ্রীমঙ্গল স্টেশন থেকে সিলেট যাওয়ার উদ্দেশে ট্রেনের ঙ বগিতে
উঠি। ট্রেনটি শমশেরনগর রেল স্টেশন অতিক্রম করার পরই শৌচাগারের পাশ থেকে বিকট শব্দ শুনতে পাই। পরে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় যাত্রীরা চিৎকার ও হুড়োহুড়ি শুরু করেন।’

যাত্রী আব্দুল জব্বার ও রুবেল মিয়া জানান, ট্রেনের বগিতে আগুনের ধোঁয়া দেখতে পেলে যাত্রীরা চিৎকার শুরু করেন এবং আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনও এগিয়ে এসে দ্রুত যাত্রীদের ট্রেন থেকে নামতে সহযোগিতা করেন। স্থানীয় লোকজন হাড়ি পাতিলে করে পানি নিয়ে আগুন নেভানোর জন্য চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কমলগঞ্জ উপজেলার পতনঊষা ইউনিয়নের সদস্য সিরাজ খান জানান, ট্রেনটি চক কবিরাজী এলাকায় গেলে ট্রেনের পাওয়ার কার বগিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ট্রেনের যাত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করেন। এলাকাবাসীর সহযোগিতায় ট্রেনের কর্মকর্তা ও কর্মচারীরা আগুন লাগা তিনটি বগি বিচ্ছিন্ন করে দেয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনটি বগি ছাড়া অন্যান্য বগিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন পোড়া তিন ও এর পেছনে থাকা আরও পাঁচ বগি ঘটনাস্থলে রেখে কুলাউড়ার উদ্দেশে ছেড়ে যায় পারাবত।

/এফআর/
সম্পর্কিত
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, একঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো অজ্ঞাত যুবকের
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট