X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পারাবত ট্রেনে আগুন: তদন্তে কমিটি, ৫ দিনে দিতে হবে প্রতিবেদন

মৌলভীবাজার প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৯:৪৬আপডেট : ১১ জুন ২০২২, ১৯:৪৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর উপজেলায় পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত ক কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে শনিবার (১১ জুন) বিকালে এই কমিটি গঠন করে রেল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুন লাগার ঘটনায় বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।’

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-আখাউড়া রেললাইনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশনের অদূরে চককবিরাজী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুনে লাগে। আগুনে তিনটি বগি পুড়েছে। তবে এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বিকাল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় লাইন থেকে দুর্ঘটনাকবলিত বগি সরানোর কাজ। সেগুলো সরিয়ে বিকাল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনটিতে থাকা যাত্রী সুকেশ দাশ বলেন, ‘আমি শ্রীমঙ্গল স্টেশন থেকে সিলেট যাওয়ার উদ্দেশে ট্রেনের ঙ বগিতে
উঠি। ট্রেনটি শমশেরনগর রেল স্টেশন অতিক্রম করার পরই শৌচাগারের পাশ থেকে বিকট শব্দ শুনতে পাই। পরে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় যাত্রীরা চিৎকার ও হুড়োহুড়ি শুরু করেন।’

যাত্রী আব্দুল জব্বার ও রুবেল মিয়া জানান, ট্রেনের বগিতে আগুনের ধোঁয়া দেখতে পেলে যাত্রীরা চিৎকার শুরু করেন এবং আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনও এগিয়ে এসে দ্রুত যাত্রীদের ট্রেন থেকে নামতে সহযোগিতা করেন। স্থানীয় লোকজন হাড়ি পাতিলে করে পানি নিয়ে আগুন নেভানোর জন্য চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কমলগঞ্জ উপজেলার পতনঊষা ইউনিয়নের সদস্য সিরাজ খান জানান, ট্রেনটি চক কবিরাজী এলাকায় গেলে ট্রেনের পাওয়ার কার বগিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ট্রেনের যাত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করেন। এলাকাবাসীর সহযোগিতায় ট্রেনের কর্মকর্তা ও কর্মচারীরা আগুন লাগা তিনটি বগি বিচ্ছিন্ন করে দেয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনটি বগি ছাড়া অন্যান্য বগিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন পোড়া তিন ও এর পেছনে থাকা আরও পাঁচ বগি ঘটনাস্থলে রেখে কুলাউড়ার উদ্দেশে ছেড়ে যায় পারাবত।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে বাস, ট্রেন ও সিএনজির ধাক্কায় প্রাণ গেলো ৩ জনের
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত আনু মুহাম্মদ
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
সর্বশেষ খবর
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…