সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বদরুল আলম বদিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার শাহ আরিফ টিলায় এই ঘটনা ঘটে। বদরুল কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে মইটাটিলা এলাকায় মাছ ধরতে যান বদরুল আলম। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির কাছের শাহ আরেফিন টিলায় আসলে বজ্রাঘাতে আহত হন তিনি। পরে
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বদরুলকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।