X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘মির্জা ফখরুল এখন পদ্মা সেতু পাড়ি দিয়ে জনসভায় যোগ দেন’

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১৭:৫৯আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৭:৫৯

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে অনেক সমালোচনা করেছেন। বলেছিলেন, ‘‘পদ্মা সেতু নির্মাণের পর বলেন বিএনপির কেউ এই সেতুর ওপর দিয়ে যাবেন না- ভেঙে পড়ে যাবে’’। এখন মির্জা ফখরুল পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যোগদান করেন। লজ্জা থাকলে এ কথা বলতে পারতেন না খালেদা জিয়া। বিএনপি দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ান হয়েছে। বর্তমান সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় অনেক বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন ভালোমন্দ খেতে পারেন।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার মাঠে আয়োজিত শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন

নাহিদ বলেন, ‘বিএনপি এখন নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। আওয়ামী লীগের কথা পরিষ্কার, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী হবে। দেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী সংসদ নির্বাচন হবে। বিএনপি সংবিধান মানে না, নির্বাচনও মানে না। যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় না যান, তাহলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে না। বিএনপি- জামায়াত জোট আবারও দেশের সম্পদ লুটপাট করে খাবে।’

সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘শেখ হাসিনা হাওর ও চরের মানুষের উন্নয়নের কথা বলেন। সারা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রধানমন্ত্রী কাজ করেন। গ্রামের মানুষের জন্য কাজ করেন।’

দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘আজ বিশ্ব ব্যাংক বলেছে, উন্নয়নে বিশ্বকে টপকে গিয়েছে বাংলাদেশ। দেশের সব উন্নয়ন করেছেন শেখ হাসিনা। বিএনপি উন্নয়ন সহ্য করতে পারে না। দেশের উন্নয়ন করেতে হলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন খুনি। জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুকে খুন করেছে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন। আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
ফেব্রুয়ারিতে নির্বাচন চান কোটা সংস্কারে রিটকারী আবদুল অদুদ
ফেব্রুয়ারিতে নির্বাচন চান কোটা সংস্কারে রিটকারী আবদুল অদুদ
ব্যাটারদের লম্বা ইনিংস খেলতে হবে: তানজিদ
ব্যাটারদের লম্বা ইনিংস খেলতে হবে: তানজিদ
দাবি আদায়ের আগ পর্যন্ত রাজুতে অবস্থান কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের
দাবি আদায়ের আগ পর্যন্ত রাজুতে অবস্থান কর্মসূচি পিএসসি সংস্কার আন্দোলনের
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা