X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মির্জা ফখরুল এখন পদ্মা সেতু পাড়ি দিয়ে জনসভায় যোগ দেন’

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১৭:৫৯আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৭:৫৯

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে অনেক সমালোচনা করেছেন। বলেছিলেন, ‘‘পদ্মা সেতু নির্মাণের পর বলেন বিএনপির কেউ এই সেতুর ওপর দিয়ে যাবেন না- ভেঙে পড়ে যাবে’’। এখন মির্জা ফখরুল পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যোগদান করেন। লজ্জা থাকলে এ কথা বলতে পারতেন না খালেদা জিয়া। বিএনপি দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ান হয়েছে। বর্তমান সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় অনেক বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন ভালোমন্দ খেতে পারেন।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার মাঠে আয়োজিত শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন

নাহিদ বলেন, ‘বিএনপি এখন নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। আওয়ামী লীগের কথা পরিষ্কার, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী হবে। দেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী সংসদ নির্বাচন হবে। বিএনপি সংবিধান মানে না, নির্বাচনও মানে না। যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় না যান, তাহলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে না। বিএনপি- জামায়াত জোট আবারও দেশের সম্পদ লুটপাট করে খাবে।’

সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘শেখ হাসিনা হাওর ও চরের মানুষের উন্নয়নের কথা বলেন। সারা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রধানমন্ত্রী কাজ করেন। গ্রামের মানুষের জন্য কাজ করেন।’

দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘আজ বিশ্ব ব্যাংক বলেছে, উন্নয়নে বিশ্বকে টপকে গিয়েছে বাংলাদেশ। দেশের সব উন্নয়ন করেছেন শেখ হাসিনা। বিএনপি উন্নয়ন সহ্য করতে পারে না। দেশের উন্নয়ন করেতে হলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন খুনি। জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুকে খুন করেছে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন। আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ