X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

দেশে ডলারের সংকট নেই তবে ঘাটতি আছে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৭:২৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৭:২৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশে ডলারের কোনও সংকট নেই, ঘাটতি রয়েছে। গেলো মাসে (নভেম্বর) প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয় বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনীতিতে ধীরে ধীরে আগের জায়গায় আসবে। আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে দেশের অর্থনীতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। চাল, ডাল, চিনি, পেঁয়াজ, তেলের দাম বৃদ্ধির খবর আমাদের কাছে রয়েছে। দেশবাসীয় ভয়ের কোনও কারণ নেই।’

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ স্টেডিয়ামে দুদিন ব্যাপী কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পুকুরে, বিলে ও হওরে মাছ ভর্তি। ধানে গোলা ভর্তি। মাঠের পর মাঠ শীতকালীন সবজিতে ভর্তি। কোন ব্যাংক দেউলিয়া হয়েছে এমন খবর কেউ কি বলতে পারবে। একটি গোষ্ঠী একটি অসাধু চক্র রয়েছে, তারা গুজব ছড়িয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। আগে তারা ছড়িয়েছিল, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে কিন্তু হয়নি। দেশের মানুষ এখন শান্তি ও উন্নয়ন চায়। তারা সব কিছু ভালো পেতে চায় এবং আওয়ামী লীগ সেটি দিতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দিতে পারবেন।’

দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে এম এ মান্নান বলেন, ‘মাঝে করোনা ও বিশ্ব মোড়লদের যন্ত্রণায় আমরাও ক্রসফায়ারের মধ্যে পড়ে গিয়েছিলাম। সারাবিশ্বে মূল্যস্ফীতি কমে এসেছে। তেল ও গ্যাসের দাম কমে আসছে। আমরা এখন ভালো আছি।’

এদিকে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও কুস্তি খেলা আয়োজক কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন প্রমুখ।

জনপ্রিয় এই খেলাকে ঘিরে সুনামগঞ্জ স্টেডিয়ামে উৎসবের আমেজ বিরাজ করে। চলতি বছর জেলার সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার শতাধিক গ্রামে কুস্তিখেলা হয়েছে। জেলার পাঁচটি উপজেলার শতাধিক কুস্তিগির অংশ নিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
বিদেশে চিকিৎসা ব্যয়ে ছাড়, পাঠানো যাবে ১৫ হাজার ডলার
রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, ১০ মাসে আয় ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো
এপ্রিলে এসেছে ২৭৫২ মিলিয়ন ডলারের রেমিট্যান্স
সর্বশেষ খবর
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
ঈদের পোশাক এনেছে লা রিভ
ঈদের পোশাক এনেছে লা রিভ
আও.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার 
আও.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়