X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ট্রেন থেকে গলাকাটা হরিণ উদ্ধারের ঘটনায় বনবিভাগের জিডি

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী যাত্রীবাহী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে গলাকাটা হরিণ উদ্ধারের ঘটনায় জিডি করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে লাউয়াছড়া ফরেস্টার আনিসুজ্জামান শ্রীমঙ্গল জিআরপি থানায় জিডি করেন।

এর আগে বুধবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেসের ইঞ্জিন রুমের কাছ থেকে বস্তাবন্দি অবস্থায় মৃত হরিণটি উদ্ধার করা হয়।

বনবিভাগের জিডিতে উল্লেখ করা হয়েছে, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী কালনী ট্রেন লাউয়াছড়া অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে একটি হরিণ ছটফট করতে থাকে। এ সময় ট্রেনের গতি কম থাকায় কে বা কারা হরিণটিকে জবাই করে নিয়ে যাচ্ছিল। জিআরপি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হরিণটি বস্তায় ভর্তি অবস্থায় উদ্ধার করে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক তালেব হোসেন বলেন, ‘ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালে ইঞ্জিন বডিতে বস্তা দেখে রেলপুলিশের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে সেখান থেকে একটি গলাকাটা হরিণ উদ্ধার করা হয়। পরে স্থানীয় বনবিভাগকে খবর দিই। বনবিভাগের সহযোগিতায় হরিণটি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘গলাকাটা হরিণ উদ্ধার হওয়ার ঘটনায় জিডি করা হয়েছে। বনবিভাগের সহযোগিতায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, ‘আমরা ময়নাতদন্ত করে বুঝতে পেরেছি, প্রাণীটিকে ধারালো কোনো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। আমরা রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।’

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘লাউয়াছড়া বনে সব সময় হরিণ ঘুরে বেড়ায়। ধারণা করা হচ্ছে, কোনও শিকারী সেখান থেকেই প্রাণী ধরে জবাই করে হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তদন্ত চলছে। মৃত হরিণটি মাটিচাপা দেওয়া হয়।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি