X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ জুলাই ২০২৩, ০৯:৪৬আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:৪৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে রুবেল আহমদ (৪০) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিন জন। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে।

রবিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নে কর্মধা গ্রামে ঘটনাটি ঘটে। 

নিহত রুবেল উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত ওহাব মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুস সালাম (৩৭), আব্দুল মন্নান (৬৫), চন্দ্রবান বিবি (৪৮), সানুর মিয়া (৩৪) ও রেহেনা আক্তার (৩০)। 

স্বজনদের দাবি, রুবেলের চাচা শ্বশুর মন্নানের লোকজন পূর্বপরিকল্পিতভাবে এ হত্যার ঘটনা ঘটিয়েছে।

স্থানীয়রা জানান, রুবেলের শ্বশুর আব্দুল করিম ও চাচা শ্বশুর মন্নানের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার রাতে রুবেল মোটরসাইকেলযোগে কর্মধায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে তার চাচা শ্বশুরের লোকজন বাড়ির পাশে রুবেলের মোটরসাকেলের গতিরোধ করে তাকে এলোপাতাড়িভাবে কোপায়। তাকে বাঁচাতে আরও তিন-চার জন এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত বলে জানান। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিবনাথ ভট্টাচার্য জনি জানান, রুবেলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

/আরআর/
সম্পর্কিত
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
ধর্ষণের পর শিশুকে হত্যা, জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম