X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

গরমে রেললাইন বেঁকে আটকা পড়েছিল পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪১

অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ঢাকার সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ ছিল ২০ মিনিট। এ সময়ে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বিমান বাহিনী ইউনিটের রেলগেট এলাকায় ২০ মিনিট আটকা পড়েছিল সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। খবর পেয়ে রেলওয়ের কর্মী এবং স্থানীয় লোকজন পানি ঢেলে রেললাইন স্বাভাবিক করলে ট্রেন চলাচল শুরু হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে শমশেরনগর ইউনিয়নের বিমান বাহিনী ইউনিটের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরমে রবিবার দুপুরে রেললাইন আঁকা-বাঁকা হয়ে যায়। আঁকা-বাঁকা হওয়া লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দেয়। রবিবার বিকাল ২টা ৪৭ মিনিটে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের রেলগেট এলাকায় যাওয়ার পর ট্রেনের গতি হ্রাস পায়। একপর্যায়ে ট্রেনটি আটকা পড়ে। খবর পেয়ে রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকরা সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাইনে পানি ও কাদা ছিটান। লাইন ঠান্ডা হওয়ার পর ট্রেনটি ছেড়ে যায়। এরই মধ্যে দুপুর ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১৪ মিনিট পর্যন্ত ট্রেনটি আটকা পড়েছিল।

রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে রেললাইন আঁকা-বাঁকা হয়ে গিয়েছিল। খবর পেয়ে সেখানে গিয়ে পার্শ্ববর্তী ছড়া থেকে পানি ও কাদা ঢালা হয়। পরে ট্রেনটি ছেড়ে যায়।’

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব বলেন, ‘সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে থাকলে অনেক সময় রেলপথ বেঁকে যায়। মাত্রাতিরিক্ত গরমের কারণে রেলগেট এলাকায়ও রেলপথের কিছু লাইন বেঁকে যাওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছিল। পরে রেললাইনের ওপর পানি ও কাদা দিয়ে ঠান্ডা করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে ৩৮ ডিগ্রি তাপমাত্রা থেকে ৪০ তাপমাত্রা পর্যন্ত ওঠানামা করছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

/এএম/ 
সম্পর্কিত
ঢাকা-পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেলপথ
ঈদের ফিরতি যাত্রার চতুর্থ দিনকমলাপুরে উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না
সর্বশেষ খবর
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল