X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৫ অগ্রহায়ণ ১৪৩০

স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে মায়ের বিষপান, ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৩

স্বামীর সঙ্গে ঝগড়া করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তিন শিশুসন্তানকে নিয়ে বিষপান করেছেন যমুনা খাতুন (৩৫) নামের এক মা। এতে তিন সন্তানের মৃত্যু হয়েছে। মায়ের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। যমুনা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত শিশুরা হলো শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে শাফিয়া খাতুন (১৫), ছেলে তামজিদ হোসেন (১২) ও শাহেদ মিয়া (৬)। 

প্রতিবেশী ও পুলিশ জানায়, প্রায়ই দিন জুয়া খেলতেন জাহাঙ্গীর। এ নিয়ে রবিবার সকালে জাহাঙ্গীরের সঙ্গে ঝগড়া হয় স্ত্রী যমুনার। পরে বাড়ির পাশে সুরমা নদীতে মাছ ধরার জন্য যান জাহাঙ্গীর। এর ফাঁকে সকাল ৭টার দিকে মিষ্টির ভেতরে ইঁদুর মারার বিষ দিয়ে তিন সন্তানকে খেতে দেন যমুনা। পরে যমুনাও বিষমিশ্রিত মিষ্টি খান। কিছুক্ষণ পরে সবার মধ্যে বিষক্রিয়া দেখা দেয়। এ সময় মেয়ে শাফিয়ার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাদের সবার মুখ থেকে তখন লালা বের হচ্ছিল। একপর্যায়ে প্রতিবেশীরা বুঝতে পারেন তারা বিষপান করেছেন। দ্রুত সবাইকে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন। তাদের বহনকারী গাড়ি শান্তিগঞ্জ এলাকায় পৌঁছালে শাফিয়া, শাহেদ ও তামজিদ মারা যায়। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।

ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, ‘শনিবার রাতে জুয়া খেলা নিয়ে স্বামী জাহাঙ্গীর হোসেনের সঙ্গে স্ত্রী যমুনা খাতুনের ঝগড়াঝাটি হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরকে জুয়া খেলা বাদ দেওয়ার কথা বলে আসছিলেন যমুনা। কিন্তু জুয়াড়ি স্বামী প্রতিদিন রাতে বিভিন্ন এলাকায় জুয়ার আসরে গিয়ে জুয়া খেলেন। খেলা শেষে ভোরে বাড়ি ফিরে আসেন। যেদিন জুয়া খেলায় জিততেন সেদিন পরিবারের জন্য হাটবাজার করে নিয়ে আসতেন। হেরে গেলে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে টাকার জন্য ঝগড়া করতেন। জাহাঙ্গীর একজন জেলে ও পেশাদার জুয়াড়ি। অনেক বছর ধরে তিনি জুয়া খেলেন। খেলায় হেরে গেলে তিনি বাড়িতে এসে স্ত্রীর কাছে টাকা-পয়সা চাইতেন। না দিলে সন্তানদের সামনে স্ত্রী যমুনাকে মারধর করতেন। এ নিয়ে ক্ষোভে সন্তানদের নিয়ে বিষপান করেছেন যমুনা।’

শান্তিপুর গ্রামের আব্দুল মতিন বলেন, ‘জাহাঙ্গীর জুয়া খেলা নিয়ে প্রতিদিন সন্তানদের সামনে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। এর জেরে এ ঘটনা ঘটেছে।’

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, বিষপানে তাদের মৃত্যু হয়েছে।’

জামালগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশ লাইন্সে যোগদানের ৮ দিনের মাথায় এসআইয়ের আত্মহত্যা
বিয়ের আকদ ভেঙে যাওয়ায় ফাঁস লাগিয়ে তরুণীর মৃত্যু
মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুড়িগ্রামের চার আসনে ৩৯ প্রার্থী, ১৩ জন স্বতন্ত্র
কুড়িগ্রামের চার আসনে ৩৯ প্রার্থী, ১৩ জন স্বতন্ত্র
এবার ‘টাইমড আউটের’ শিকার জাপা প্রার্থী
এবার ‘টাইমড আউটের’ শিকার জাপা প্রার্থী
ঋণখেলাপি প্রার্থীদের পেছনে ব্যাংকগুলোকে লেগে থাকার নির্দেশ
ঋণখেলাপি প্রার্থীদের পেছনে ব্যাংকগুলোকে লেগে থাকার নির্দেশ
বিএনপিকে ছাড়াই চললো নির্বাচনি ট্রেন
বিএনপিকে ছাড়াই চললো নির্বাচনি ট্রেন
সর্বাধিক পঠিত
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
সহকর্মীকে গোপনে বিয়ে, প্রথম স্ত্রীর মামলায় প্রভাষক কারাগারে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপের সর্বশেষ আপডেট
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার: ওবায়দুল কাদের
পাহাড়ি জনপদে চোখ ধাঁধানো উন্নয়ন, বাড়ছে পর্যটক
পাহাড়ি জনপদে চোখ ধাঁধানো উন্নয়ন, বাড়ছে পর্যটক