X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে মায়ের বিষপান, ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৩

স্বামীর সঙ্গে ঝগড়া করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তিন শিশুসন্তানকে নিয়ে বিষপান করেছেন যমুনা খাতুন (৩৫) নামের এক মা। এতে তিন সন্তানের মৃত্যু হয়েছে। মায়ের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। যমুনা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত শিশুরা হলো শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে শাফিয়া খাতুন (১৫), ছেলে তামজিদ হোসেন (১২) ও শাহেদ মিয়া (৬)। 

প্রতিবেশী ও পুলিশ জানায়, প্রায়ই দিন জুয়া খেলতেন জাহাঙ্গীর। এ নিয়ে রবিবার সকালে জাহাঙ্গীরের সঙ্গে ঝগড়া হয় স্ত্রী যমুনার। পরে বাড়ির পাশে সুরমা নদীতে মাছ ধরার জন্য যান জাহাঙ্গীর। এর ফাঁকে সকাল ৭টার দিকে মিষ্টির ভেতরে ইঁদুর মারার বিষ দিয়ে তিন সন্তানকে খেতে দেন যমুনা। পরে যমুনাও বিষমিশ্রিত মিষ্টি খান। কিছুক্ষণ পরে সবার মধ্যে বিষক্রিয়া দেখা দেয়। এ সময় মেয়ে শাফিয়ার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাদের সবার মুখ থেকে তখন লালা বের হচ্ছিল। একপর্যায়ে প্রতিবেশীরা বুঝতে পারেন তারা বিষপান করেছেন। দ্রুত সবাইকে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন। তাদের বহনকারী গাড়ি শান্তিগঞ্জ এলাকায় পৌঁছালে শাফিয়া, শাহেদ ও তামজিদ মারা যায়। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।

ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, ‘শনিবার রাতে জুয়া খেলা নিয়ে স্বামী জাহাঙ্গীর হোসেনের সঙ্গে স্ত্রী যমুনা খাতুনের ঝগড়াঝাটি হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরকে জুয়া খেলা বাদ দেওয়ার কথা বলে আসছিলেন যমুনা। কিন্তু জুয়াড়ি স্বামী প্রতিদিন রাতে বিভিন্ন এলাকায় জুয়ার আসরে গিয়ে জুয়া খেলেন। খেলা শেষে ভোরে বাড়ি ফিরে আসেন। যেদিন জুয়া খেলায় জিততেন সেদিন পরিবারের জন্য হাটবাজার করে নিয়ে আসতেন। হেরে গেলে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে টাকার জন্য ঝগড়া করতেন। জাহাঙ্গীর একজন জেলে ও পেশাদার জুয়াড়ি। অনেক বছর ধরে তিনি জুয়া খেলেন। খেলায় হেরে গেলে তিনি বাড়িতে এসে স্ত্রীর কাছে টাকা-পয়সা চাইতেন। না দিলে সন্তানদের সামনে স্ত্রী যমুনাকে মারধর করতেন। এ নিয়ে ক্ষোভে সন্তানদের নিয়ে বিষপান করেছেন যমুনা।’

শান্তিপুর গ্রামের আব্দুল মতিন বলেন, ‘জাহাঙ্গীর জুয়া খেলা নিয়ে প্রতিদিন সন্তানদের সামনে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। এর জেরে এ ঘটনা ঘটেছে।’

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, বিষপানে তাদের মৃত্যু হয়েছে।’

জামালগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
র‌্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ