X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

২৪২ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ, সিমেবিতে চলছে গণস্বাক্ষর

সিলেট প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৭

তিন দফা দাবিতে ‘গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি’ পালন করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘সিমেবি কর্মচারী পরিষদ’ এ কর্মসূচির ডাক দেয়।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত চলে। প্রথম দিনে স্বাক্ষর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৭০ জন কর্মচারী। আগামীকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সূত্র জানায়, প্রায় এক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। নানা জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই দফায় জনবল নিয়োগের সার্কুলার আবেদন করেও নানা জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

এদিকে দীর্ঘদিন যাবত বেতন-ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন এখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। বেতন-ভাতা নিয়মিতকরণ ও চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে কর্মকর্তা-কর্মচারীরা বারবার ভাইস চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করলেও তিনি কেবল আশ্বস্তই করে যাচ্ছেন।

সিমেবি কর্মচারী পরিষদের সদস্য সচিব নাদিম সীমান্ত বলেন, “তিন দফা দাবি আদায়ে আমরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা ‘গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি’ পালন করছি। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা একের পর এক কর্মসূচি চালিয়ে যাব।” প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি জানান, আমাদের দাবিগুলো হলো নিঃশর্তে সকল পর্যায়ের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ। প্রায় এক বছর ধরে বেতন বন্ধ থাকায় কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই অনতিবিলম্বে সকল বকেয়া বেতন-ভাতাদি পরিশোধসহ বেতন-ভাতা নিয়মিত করা এবং কর্মস্থলে কর্মচারীদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবিলম্বে নিজস্ব স্থায়ী জায়গায় স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
এপ্রিল থেকে ২০ হাজার টাকা ভাতা পাবেন ইন্টার্ন চিকিৎসকরা
আজও কিছু এলাকায় খোলা থাকবে ব্যাংক
ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আহ্বান শিল্প পুলিশের
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি