X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হকারমুক্ত সিলেট, সাড়ে ৪ একর জায়গায় পুনর্বাসন

সিলেট প্রতিনিধি
১২ মার্চ ২০২৪, ১৫:০৫আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৫:০৫

সিলেটের জন্য অভিশাপ ছিল ভ্রাম্যমাণ হকার। সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান নগরবাসীকে হকারমুক্ত করলেন। একই সঙ্গে নগরভবন লাগোয়া লালদিঘীপাড়ে অস্থায়ী মার্কেটে পুনর্বাসন হচ্ছে নগরের প্রায় আড়াই হাজার হকারের। 

ইতোমধ্যে সেই লালদিঘীপাড় মাঠে হকাররা চালিয়ে যাচ্ছেন তাদের ব্যবসা। এখন থেকে নগরীর ফুটপাত বা সড়ক দখল করে পণ্য বিক্রি করতে পারবেন না হকাররা। প্রায় কোটি টাকা ব্যয়ে সাড়ে চার একর মাঠে মাটি ভরাট, ইটের সলিং, বৈদ্যুতিক ব্যবস্থা করে দিয়েছে সিলেট সিটি করপোরেশন।

সবজি ব্যবসায়ী মান্নান মিয়া বলেন, সড়কে ব্যবসা করলে মানুষের কষ্ট হয় এটা জানি, কিন্তু ব্যবসা না করলে আমরা চলতে পারবো না। সেই জন্য সড়কে বসতাম আর পুলিশের দৌড়ানি খেতাম। এখন আমরা স্বস্তিতে আছি।

জানা গেছে, নির্বাচিত হওয়ার পর মেয়র আনোয়ারুজ্জামান সিলেটকে ক্লিন ও স্মার্ট সিটি গড়ে তোলার ঘোষণা দেন। এর মধ্যে একটি হলো হকার পুনর্বাসন। সিলেটের ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে আলোচনা করে লালদিঘীপাড় মাঠকে ব্যবহারের উপযোগী করে তুলে সেখানেই সিলেট নগরের হকারদের পুনর্বাসন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ জন্য তিনি হকারদের সঙ্গেও বৈঠক করেন। হকাররাও মেয়রকে সড়কে না বসে মাঠে ব্যবসা করার কথা দেন।

গত রবিবার (১০ মার্চ) হকারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে লালদিঘীপাড় এলাকায় হকারদের অস্থায়ী মার্কেট। বাজারটি প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত চলতে থাকে। এদিকে নগর হকারমুক্ত হওয়াতে যানজট কমার পাশাপাশি মানুষের ভোগান্তিও কমেছে।

বাজার ঘুরে দেখা গেছে, নগর ভবন লাগোয়া মাঠের একটি বিশাল অংশ নিয়ে তৈরি করা হয়েছে বাজার। তবে হকারদের জন্য পুরো মাঠটি প্রস্তুত রাখা হয়েছে। বাজারের এক সারিতে কাঁচাবাজার, অন্য সারিতে মাছ, শুঁটকি, পেঁয়াজ, কাপড় নিয়ে বসে রয়েছেন হকাররা। তবে কালিঘাটসহ অন্যান্য আড়ত থেকে নিত্যপণ্যের দাম একটু বেশি বলছেন ক্রেতারা।

বাজারে মাছ কিনতে আসা নগরের শিবগঞ্জের বাসিন্দা অপু আহমেদ বলেন, প্রথম রমজানে মাছের দাম প্রতি কেজিতে ৪০-৫০ টাকা বেশি। নগরেরে বাজার মনিটরিংয়ের পাশাপাশি লালদিঘী মাঠে মনিটরিংয়ের দাবি জানান তিনি।

মাছ ব্যবসায়ী আলী হোসেন জানান, রোজার প্রথম দিনে মাছের সরবরাহ কিছুটা কম থাকায় একটু দাম বেশি। আজ আড়তে মাছ কম এসেছে বলে তিনি জানান।

নগরের বন্দরবাজারের ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, বাসা থেকে দোকানে আসতে অন্যদিন ৪০ মিনিট সময় লাগতো। আরও এখন সময় লাগে ২০ মিনিট। একই সঙ্গে রাতে বাসায় ফিরতে লাগতে প্রায় এক ঘণ্টা, আর এখন লাগে প্রায় ৪০ মিনিট। হকারদেরকে সড়ক থেকে সরিয়ে নেওয়ায় এখন যানজট কিছুটা কম।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটকে হকারমুক্ত করেছি। এখন মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এই নগরকে আধুনিয়কায়নের পাশাপাশি স্মার্ট ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা হবে। সেজন্য আমরা কাজও করে যাচ্ছি।

তিনি বলেন, নির্বাচনে নগরের ভোটাররা যে ভালোবাসা দেখিয়েছেন তার ঋণ কখনও শোধ করতে পারবো না। আমি নির্বাচনের সময় হকার সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার বাস্তবায়ন করেছি। সেই সঙ্গে পর্যায়ক্রমে নগরবাসীর বাকি সমস্যারও সমাধান করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ