X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

মসজিদের দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫১

মসজিদের দানবাক্সের টাকার হিসাব নিয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের উত্তর পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদের সাবেক সভাপতি আনোয়ার মিয়া ও ইউপির বর্তমান মেম্বার মুনসুর মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। নামাজের পর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে একে অন্যের ওপর চড়াও হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও আশপাশের লোকজন সংঘর্ষ সামাল দেয়।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর মজলিশপুর জামে মসজিদের সাবেক সভাপতি আনোয়ার মিয়া দান বাক্সের টাকা নিতে গেলে মেম্বার মনসুর মিয়ার পক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে মসজিদের ভেতরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ টেঁটা, বল্লম, রামদা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।

এ ঘটনায় মজলিশপুর গ্রামের মৃত আনফর উল্লাহর ছেলে শামীম মিয়া (৪২), একই গ্রামের হিরন মিয়ার ছেলে রাশেদ মিয়া (৩০), রফিক মিয়ার ছেলে এনামুল মিয়া (৩০), রশিদ মিয়ার ছেলে ডালিম মিয়া (২৫), রহমান উল্লাহর ছেলে সাজু মিয়া (৩৫), আব্দুল হামিদ (৫০), মগল উল্লাহর ছেলে জুবেদ মিয়া (৬৫), জুবেদ মিয়ার ছেলে মনছুর মিয়া (৩৫), লাল মিয়ার ছেলে জিয়ায়ুর মিয়া (৩৪), বাচ্চু মিয়া (৫০), শবেকদর মিয়ার ছেলে রাকাত মিয়া (১৮), আলী আমজদ মিয়ার ছেলে আকিবুর মিয়া (২০), লাল মিয়ার ছেলে আজাদ মিয়া (২২), জাহের আলীর ছেলে আছকির মিয়াসহ (৩০) অর্ধশতাধিক আহত হয়েছেন।

আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসিগুলোতে চিকিৎসা দেওয়া হয়। 

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মজলিশপুর গ্রামে নেতৃত্বকে কেন্দ্র করে বিরোধ চলছে। বারবার বৈঠকে হলেও কোনও সমাধান হয়নি।

বানিয়াচং থানার ওসি আমিনুল বলেন, মসজিদে কথা কাটাকাটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
উল্টা ও মোল্লা গোষ্ঠীর সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২০
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বাংলাদেশে জঙ্গিবাদের কোনও অবস্থান নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা 
বাংলাদেশে জঙ্গিবাদের কোনও অবস্থান নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা 
গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল