X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু সিলেটে

সিলেট প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৬, ১৭:৩৫আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:৪৭

ভাঙা হচ্ছে তাঁতীপাড়ার ঝুঁকিপূর্ণ ভবনটি সিলেট মহানগরী এলাকায় ‘অধিক ঝুকিপূর্ণ’  হিসেবে চিহ্নিত ভবন ভাঙার কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।  বৃহস্পতিবার (২১ এপ্রিল) তাঁতীপাড়ায় তিন তলা একটি ভবন (বাসা নম্বর ৯) ভাঙার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বিষয়টি নিশ্চিত করেন।
তাঁতীপাড়ার বাসায় চালানো অভিযান সম্পর্কে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ‘ভবনটি যে অতি ঝুঁকিপূর্ণ এর প্রেক্ষিতে ভবনের মালিকের করণীয় সম্পর্কে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু সময়সীমা অতিক্রম করার পরও কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় জননিরাপত্তার বিবেচনায় ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরুর আগে বাসার ভাড়াটে ও সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।’
এনামুল হাবীব জানান, ‘তাঁতীপাড়ার এই ভবনটি ছাড়াও বিশেষজ্ঞ দল মহানগরের আরও ৩১টি ভবনকে ‘অধিক ঝুকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে।  প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে এসব ভবন ভেঙে ফেলা হবে। সরকারী নীতিমালা অনুযায়ী এসব ভবন ভাঙার ব্যয়ভার ভবন মালিক কর্তৃপক্ষকে বহন করতে হবে।’
সিলেট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে ব্যবহার্য যন্ত্রপাতিসহ প্রস্তুত রয়েছেন। ভবন ভাঙা চর কাজ চলাকালে অগ্নিকাণ্ড বা অন্য কোনও দুর্ঘটনা ঠেকাতে নিয়োজিত রয়েছে বিশেষ একটি দল।
ভেঙে ফেলার আগে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, সর্বোচ্চ সর্তকর্তামূলক ব্যবস্থা নিয়ে ভবন ভাঙা হচ্ছে। ভবনটি ভাঙার কাজ শেষ হওয়ার পর মহানগরীর আরেকটি ‘অধিক ঝুঁকিপূর্ণ’  ভবন হিসেবে চিহ্নিত অনামিক ৭০/এ  এর ৪তলা ভবনটি ভাঙার কাজে নামবে সিটি কর্পোরেশন। এরপর সিটি কর্পোরেশনের নিজস্ব মালিকানাধীন সিটি সুপার মার্কেট ভাঙা হবে।

আরও পড়ুন:  বাগেরহাট বাগেরহাটে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সকাল ১১টায় বুলডোজার দিয়ে ভাঙার কাজ চলাকালে সিলেট সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসনের টিম এবং ফায়ার সার্ভিসের একটি স্পেশাল টিম উপস্থিত ছিল। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্টেট রেজাউল করিম, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামসুল হক প্রমুখ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ