X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির অভিযোগে জবি শিক্ষক সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল হালিম  প্রামাণিকের (সম্রাট) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সঙ্গে কথা বলেন এবং এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। সেই সঙ্গে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে নির্দেশ পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন জবি উপাচার্য।’

এ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের নারী নিপীড়ন তদন্ত সেলে পাঠানো হয়েছে। এই তদন্ত সেল সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রতিবেদন দেবে। প্রাথমিকভাবে সাত দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি জবি উপাচার্যের কাছে নাট্যকলা বিভাগের চেয়্যারম্যানের বিরুদ্ধে এক ছাত্রী যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত শিক্ষক ড. মো. আব্দুল হালিম প্রামাণিকের (সম্রাট) মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

আরএআর/এমএমএ/জেএইচ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?