X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

টিউশন ফি বাড়ানো ঘোষণার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, অর্থমন্ত্রীকে স্মারকলিপি

জাবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৭, ০১:১৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ০১:৫১
image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের টিউশন ফি পাঁচগুণ বাড়ানো হবে, অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিক্ষোভ প্রদর্শন ও অর্থমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। শনিবার বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর আগে গত ৩০ মার্চ রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্র এনজিওদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় টিউশন ফি পাঁচগুণ বৃদ্ধির ঘোষণা দেন তিনি। শনিবার বিশ্ববিদ্যালয়ে অর্থমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তার বক্তব্যের প্রতিবাদ জানাতে প্রস্তুতি নেয় সংগঠন দুটি। 

সকাল ১০ টায় অমর একুশের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রফ্রন্ট। সমাবেশ ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি মাসুক হেলাল অনিক বলেন, ‘দেশ নাকি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে অর্থাৎ রাষ্ট্র তার জনগণের শিক্ষা-চিকিৎসার দায়িত্ব আরও ভালোভাবে নিতে পারবে। অথচ,উল্টো আরও শিক্ষার ব্যয়বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রমাণ করলো তারা জনগণের জন্য নয় তারা ব্যবসায়ীদের জন্য।’

সমাবেশে অন্য বক্তারা বলেন, ‘অর্থমন্ত্রীর এই বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। যেখানে রাষ্ট্রের দায়িত্ব শিক্ষাকে আরও সুলভ করা, সবার কাছে নিয়ে যাওয়া। সেখানে এই ধরনের বক্তব্য বরং বিভিন্ন অনিয়মে ক্রমসংকোচমান শিক্ষার সুযোগকে আরও সংকুচিত করবে, ব্যবসায়ীদের পণ্যে রূপান্তরিত করবে।’

সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা।

এদিকে অর্থমন্ত্রীর অংশগ্রহণের অনুষ্ঠান শেষে পৌনে একটার দিকে তাকে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

স্মারকলিপিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়গুলাতে অভ্যন্তরীণ আয়ের খাত বাড়ানোর লক্ষ্যে বেতন ও অন্যান্য খাতে ফি বৃদ্ধি করা হচ্ছে। যার প্রত্যক্ষ ভূক্তভোগী হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থী। বর্তমান সময়ে শিক্ষাখাতে বাজেট বাড়ানো সময়ের দাবি, ঠিক সে সময়ে অর্থমন্ত্রীর বক্তব্য শিক্ষার্থী ও অভিভাবকদের ভাবিয়ে তুলেছে। বেসরকারিকরণের ফলে উচ্চশিক্ষা একটি বাণিজ্যিক খাতে পরিণত হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ কমিয়ে ও অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নানা দিক-নির্দেশনা চাপিয়ে দেওয়া হচ্ছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের ‘পাবলিক’ চরিত্র হারাচ্ছে।’

/এমএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় হামলা অব্যাহত রেখে যুদ্ধবিরতির আলোচনার প্রস্তুতি ইসরায়েলের
গাজায় হামলা অব্যাহত রেখে যুদ্ধবিরতির আলোচনার প্রস্তুতি ইসরায়েলের
গাজীপুরে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা
গাজীপুরে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা
৬৩ কিমি বাতাসের গতি নিয়ে মোংলা অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল
৬৩ কিমি বাতাসের গতি নিয়ে মোংলা অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল
শতাধিক বন্দিকে মুক্তি দিলো ইয়েমেনের হুথিরা
শতাধিক বন্দিকে মুক্তি দিলো ইয়েমেনের হুথিরা
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী