X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
অধ্যাপক রেজাউল হত্যা

চার্জশিট গ্রহণের পাঁচ মাসেও অভিযোগ গঠন হয়নি

রাবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ০১:২৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ০১:২৬
image

অধ্যাপক রেজাউল করিম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় আদালত চার্জশিট গ্রহণের পাঁচ মাস পেরিয়ে গেলেও আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি। এদিকে বিচারকার্য দ্রুত শেষ করে আসামিদের শাস্তির দাবিতে আজ (রবিবার) র‌্যালি ও সমাবেশ করবে ইংরেজি বিভাগ।

মামলার বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর আদালতের পিপি আবদুস সালাম বলেন, ‘চার্জশিট আমলে নিয়েছে আদালত। কিন্তু এখনও অভিযোগ গঠন হয়নি। মামলায় চার্জশিটভুক্ত ৮ জনের মধ্যে তিনজন বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এছাড়া চার্জশিটভুক্ত চারজন ওই মামলায় গ্রেফতার আছেন। তবে মামলার প্রধান আসামি শরিফুল ইসলামের এক আসামি পলাতক এখনও আছেন।’

জানা যায়, ২০১৬ সালের ৬ নভেম্বর ৮ জেএমবি সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক। পরে ৮ নভেম্বর রাজশাহী মহানগর আদালতের বিচারক জাহিদুল ইসলাম তা গ্রহণ করেন। এদের মধ্যে রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান, ঢাকার কাশলীতে তারেক হাসান নিলু ওরফে ওসমান ও খায়রুল ইসলাম ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এছড়া মাসকাওয়াত হাসান সাকিব, রহমতুল্লাহ, আব্দুস সাত্তার ও তার ছেলে রিপন আলী ১৬৪ ধারায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া রাবি শিক্ষার্থী ও মামলার প্রধান আসামি শরিফুল ইসলাম পলাতক রয়েছেন।

এদিকে রবিবার অধ্যাপক রেজাউল হত্যার এক বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইংরেজি বিভাগ। বিচারকার্য দ্রুত শেষ করে আসামিদের শাস্তির দাবিতে সকাল ৯টায় ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ (অধ্যাপক রেজাউল স্যারের ডাক নাম মুকুল) সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হবে। এছাড়া আসরের নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করা হয়। ওইদিন বিকেলে নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা হত্যা মামলা দায়ের করেন।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ