X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রশ্নফাঁস ঠেকাতে অভিভাবকদেরও ঐক্যবদ্ধ হতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:১২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:২৬

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে ‘বিজয় দিবস ২০১৭’ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ছবি: ফোকাস বাংলা) শিক্ষকদের মধ্যে কিছু অসৎ শিক্ষকও ঢুকে পড়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলে, ‘তারাই প্রশ্নফাঁসসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তাদের চিহ্নিত করা শুধু সরকারের কাজ নয়, অভিভাবকসহ সমাজের সব স্তরের মানুষেরও দায়িত্ব। প্রশ্নফাঁস ঠেকাতে অভিভাবকদেরও ঐক্যবদ্ধ হতে হবে।’ সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে ‘বিজয় দিবস ২০১৭’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এসব শিক্ষককে  নজরদারিতে রেখেছি। ইতোমধ্যে এমন কয়েকজন শিক্ষককে আইনের আওতায় আনা হয়েছে। যারাই এমন অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবেন, তাদের শক্তহাতে প্রতিরোধ করা হবে।’ তিনি বলেন, ‘শিক্ষার্থীরা এখন মাদকাসক্ত হয়ে যাচ্ছে। প্রযুক্তির যেমন ইতিবাচক দিক আছে, তেমনি নেতিবাচক দিকও আছে। শিক্ষার্থীরা যদি একবার ওই কানাগলিতে ঢুকে পড়ে, তাহলেই বিপদ। সেটা হচ্ছেও। অভিভাবকদের অসচেতনতার কারণে এ পরিস্থিতি ভয়াভয় হয়ে উঠছে। ভালো মানুষ হতে শুধু ক্লাসের শিক্ষকের শিক্ষায় যথেষ্ট নয়। এর সঙ্গে পারিবারিক শিক্ষা প্রয়োজন।  তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচেতনামূলক কার্যক্রম বৃদ্ধিতে মা সমাবেশ ও বাবা সমাবেশ আয়োজনের পরামর্শ দিয়েছেন।’

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা আজ যে স্বাধীন দেশ পেয়েছি, তা একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকের কারণে। ৭ মার্চের ভাষণের মধ্যে স্বাধীন হওয়ার যে তেজ দেখা গিয়েছিল, বীর বাঙালিকে যেভাবে ডাক দিয়েছিলেন, তা আজ বিশ্বস্বীকৃত। স্বাধীন হওয়ার জন্য এমন ভাষণ আর দ্বিতীয়টি নেই। ফলে এই ভাষণ আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মহিউদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আএআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
দামুড়হুদায় এক কেন্দ্রে তিন ঘণ্টায় পড়লো ৩৭ ভোট
প্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
উপজেলা ভোটপ্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির
পাংশায় ভোটকেন্দ্র ফাঁকা, এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫৯ ভোট
পাংশায় ভোটকেন্দ্র ফাঁকা, এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৫৯ ভোট
বিএসএফের সব কসুর প্রধানমন্ত্রী মাফ করে দেন: রিজভী
বিএসএফের সব কসুর প্রধানমন্ত্রী মাফ করে দেন: রিজভী
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা