X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শিক্ষকদের অনশনে কাদের সিদ্দিকী, দাবি মেনে নেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:০৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:০৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি ‘ন্যায্য’ উল্লেখ করে সরকারকে এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর উত্তম কাদের সিদ্দিকী। রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে বেতন বৈষম্য নিরসনে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অনশনস্থলে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।

অনশনস্থলে কাদের সিদ্দিকী তিনি বলেন, ‘একটি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু যদি জানতাম শিক্ষকরা তাদের ন্যায্য দাবিতে শহীদ মিনারে এসে অনশন করবে, তবু তাদের দাবি মেনে নিতে বিলম্ব করা হবে; তাহলে অন্তত আমি মুক্তিযুদ্ধে যেতাম না। এই স্বাধীন দেশে মানুষ গড়ার কারিগরদের রাস্তায় নামতে হয়, শহীদ মিনারে রাত কাটাতে হয়, অনশন করতে হয়- এটা একটি সভ্য দেশের জন্য, জাতির জন্য লজ্জার।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের এই অনশনের সঙ্গে একাত্বতা প্রকাশ করছি। যে অন্যায় আপনাদের সঙ্গে হচ্ছে তা আমি সমর্থন করতে পারি না।’

শিক্ষকদের উদ্দেশে বঙ্গবীর আরও বলেন, ‘আপনারা সাহস হারাবেন না, অন্যায় করবেন না। শিক্ষক হয়ে অন্যায় করলে আপনাদের মুখ দেখানোর কোনও জায়গা থাকবে না। আমি মনে করি আপনাদের দাবি যদি সঠিকভাবে উপস্থাপন করা যায় সারা দেশের মানুষের সমর্থন আপনারা পেতে পারেন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি- আপনি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন। শিক্ষকদের শহীদ মিনারে অবস্থান নেওয়াটা আপনার (প্রধানমন্ত্রী) জন্য সম্মানের নয়। শিক্ষকদের সম্মান রক্ষা করলে আপনার সম্মান রক্ষা হবে। শিক্ষকরাও আপনাকে সম্মান করবে।’

উল্লেখ্য, প্রধান শিক্ষকদের এক গ্রেড নিচে বেতন নির্ধারণের দাবিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যাগে শনিবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। টানা দুই দিনের আন্দোলনে ৮ জন ঢামেকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া মোট ৩৩ জন শিক্ষক অসুস্থ হয়ে ঢামেকসহ অন্যান্য স্বাস্থ্য কম্প্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে শহীদ মিনার প্রাঙ্গনেই স্যালাইন দেওয়া হচ্ছে।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ