X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হামলার প্রতিবাদে বৃহ্স্পতিবার ঢাবিতে শিক্ষকদের সংহতি সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ১৫:১৭আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৭:১৭

সংবাদ সম্মেলনে শিক্ষকরা (ছবি: সাজ্জাদ হোসেন) গত ১৫ জুলাই শহীদ মিনারে ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত ও ছাত্রদের ওপর হামলা করার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ জুলাই) সংহতি সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন নীপিড়নবিরোধী শিক্ষকরা। ওইদিন সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় ডাকা এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের চার কর্মসূচি ঘোষণা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা।

কর্মসূচিগুলো হলো- বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষকদের সংহতি সমাবেশ। আগামী ২৩ জুলাই কলা ভবনের সামনের বটতলায় নিপীড়নবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক সমিতির কাছে শিক্ষক লাঞ্ছনার প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণের জন্য অবিলম্বে পত্র পাঠানো এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্বতা রক্ষা, অ্যাকাডেমিক মান সমুন্নত রাখা ও নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চ্যান্সেলরের কাছে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষকদের উদ্যোগে স্মারকলিপি প্রদান।

এর আগে লিখিত বক্তব্যে সামিনা লুৎফা বলেন, ‘কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার পরেই কেবল আমরা স্বাধীন চিন্তার নিপীড়নবিরোধী শিক্ষকরা এই আন্দোলনের ঘটনা প্রবাহের দিকে মনোযোগী হয়েছি। এই আন্দোলনের সঙ্গে জড়িতদের মারধর ও ছাত্রীদের লাঞ্ছিত করা হচ্ছে। নিপীড়নবিরোধী শিক্ষক আমরা এর প্রতিবাদ জানাতে গেলে আমাদের ছাত্রলীগ ন্যক্কারজনকভাবে লাঞ্ছিত করে।’

তিনি আরও বলেন, ‘এরকম একটি পরিস্থিতিতে সেই সমাবেশস্থলে প্রক্টরিয়াল বডি ও পুলিশ বাহিনীর কেউ উপস্থিত ছিলেন না। এ ঘটনার অনেক পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান, তাও শিক্ষকরা ডাকার পর। প্রক্টর গণমাধ্যমে এই ঘটনার জন্য শিক্ষকদেরই দায়ী করেন। তার এই বক্তব্য নিয়ে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক বলেন, ‘শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটলেও শিক্ষক সমিতি এখনও কোনও বক্তব্য দেয়নি, আমাদের কোনও খোঁজ-খবর নেয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী শিক্ষক রুশাদ ফরিদী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আব্দুল মান্নান, ইংরেজি বিভাগের শিক্ষক মুরাসির কামাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক খান।

/এসআইআর/আরএআর/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি