X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ঢাবির ২ শিক্ষককে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ২০:২৫আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:২৬

ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই প্রভাষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷ এছাড়াও হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রায় দুই বছর পর চাকরিতে যোগদানের অনুমতি পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. অনুপ কুমার সাহা৷
রবিবার (২৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন৷
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন নুসরাত ফারাহ এবং মোহাম্মদ শরীফুল ইসলাম৷ নিয়ম বহির্ভূতভাবে বিদেশে অবস্থান করার কারণে চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন তারা৷ অধ্যাপক অনুপ কুমারকে যোগদান করতে না দেওয়া এবং তথ্যগত ভুল বা ঘাটতি কেন হলো তা জানতে উপ-উপাচার্যকে (শিক্ষা) প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী ওই শিক্ষককে চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে৷ আর অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করায় দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে৷
গত বছরের ২৫ নভেম্বর অধ্যাপক অনুপ কুমারকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। এর আগে পিএইচডি সম্পন্ন হওয়ার আগেই ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে সহকারী অধ্যাপক পদে যোগদান করার অভিযোগে তাকে ২০১৮ সালের ২ অক্টোবর চাকরিচ্যুত করা হয়েছিল। তবে হাইকোর্ট এক রায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন৷

অনুপ কুমার সাহার অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল৷ কমিটির অন্য সদস্যরা ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড এএসএম মাকসুদ কামাল, অধ্যাপক ড হুমায়ুন কবির, অধ্যাপক সামসুজ্জামান খান৷ কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তদন্ত প্রতিবেদনে অনুপ কুমার সাহার অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া যায়৷ প্রতিবেদন অনুযায়ী তখন তাকে সাময়িক বহিষ্কার করা হয়৷ হাইকোর্টের রায়ে তাকে পুনরায় চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

/এসআইআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’