X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

প্রাথমিক বিদ্যালয়গুলোকে ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১০:০০আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১০:০০

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটিতে দক্ষ শিক্ষক তৈরি করতে প্রত্যেক বিদ্যালয় থেকে একজন শিক্ষককে অনলাইনে গুগল রেজিস্ট্রেশন ফরম পূরণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এছাড়া ই-প্রাইমারি সিস্টেমে যথাযথভাবে বিদ্যালয়ের মৌলিক তথ্য, ভৌত তথ্য, শিক্ষক বদলি, শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য তথ্য আপডেট নিশ্চিত করতে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য পাঠাতে হবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে নির্দেশনা জারি করে।

অফিস আদেশে বলা হয়, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে আইসিটি দক্ষ শিক্ষক তৈরি করতে প্রত্যেক বিদ্যালয় থেকে একজন শিক্ষককে অনলাইনে গুগল রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। মনোনীত শিক্ষকরা ভার্চুয়াল অরিয়েন্টেশনে পর্যায়ক্রমে অংশ নেবেন। সব শিক্ষকরা  Helping Page on e-Monitoring পেজে Like/Follow দিয়ে সংযুক্ত হবেন।  এ সংক্রান্ত পত্র এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সকল বিভাগীয় উপপরিচালককের পাঠানো হয়। কিন্তু পর্যালোচনা করে দেখা যায়  Helping Page on e-Monitoring পেজে এ পর্যন্ত সংযুক্ত হয়েছেন ১১ হাজার ৭৫ জন, যা হতাশাজনক।

এছাড়া ই-প্রাইমারি সিস্টেমে তথ্য আপডেট, শিক্ষকদের ডাবল এন্ট্রি প্রোফাইলের একটি ডিলিট অপশন থেকে প্রোফাইল কর্মরত বিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য বিভাগ/জেলা ও উপজেলাভিত্তিক ছকে পাঠানো জরুরি। এতে শিক্ষকের নাম, শিক্ষকের পিন নম্বর, যে নম্বরে প্রোফাইল ডিলিট হবে, যে মোবাইল নম্বরের প্রোফাইল ডাটাবেজ থাকবে এবং যে মোবাইল নম্বরের প্রোফাইল অজানা/পিআরএল অপশন থেকে কর্মরত বিদ্যালয়ে আনতে হবে।

প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যায় পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং Helping Page on e-Monitoring ফেসবুক পেজের আয়োজনে ই-মনিটরিং সিস্টেমের অরিয়েন্টেশন বিভিন্ন ফেসবুক গ্রুপে লাইভ প্রচারিত হয়। ভিডিও ক্লিপ পেজে আপলোড করা হয়। এ পর্যন্ত ৪ হাজার শিক্ষককে অরিয়েন্টেশন প্রদান করা হয়েছে। সারাদেশের শিক্ষকগণ আপলোড করা ভিডিও দেখে সহজেই ই-প্রাইমারি সিস্টেমে তথ্য এন্ট্রির বিষয়ে ধারণা ও সহযোগিতা পেয়ে থাকেন।

ইতোমধ্যে সকল শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির সহায়তায় Helping Page on e-Monitoring ফেসবুক পেজে জুম ক্লাউড, গুগল মিট, শিক্ষক বাতায়ন, মুক্ত পাঠের কোর্সগুলোর ওপর ব্যবহারবিধি ইত্যাদি বিষয়ে সফটওয়ারের ওপর অরিয়েন্টেশনে সেশন পরিচালনা করা হবে।

এ অবস্থায় ই-প্রাইমারি সিস্টেমে যথাযথভাবে বিদ্যালয়ের মৌলিক তথ্য, ভৌত তথ্য, শিক্ষক বদলি, শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য তথ্য আপডেট নিশ্চিতকরণ তথ্য আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
‘কেউ যদি এখনকার আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করে, তার বিরুদ্ধে লড়াই হবে’
‘কেউ যদি এখনকার আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করে, তার বিরুদ্ধে লড়াই হবে’
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক