X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

নববর্ষের আগে বৈশাখী ভাতা তুলতে পারছেন না শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ২১:৩৯আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২১:৩৯

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় করা হলেও ব্যাংক বন্ধ থাকায় তা আগামী ২১ এপ্রিলের আগে তুলতে পারছেন না শিক্ষক ও কর্মচারীরা।

সোমবার (১২ এপ্রিল) ১৪২৮ বাংলা বছরের বৈশাখী ভাতার সরকারি অংশের আটটি চেক ছাড় করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ছাড় করা এই অর্থ মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত উত্তোলন করতে পারার কথা ছিল।

কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক বিধিনিষেধ জারি করার পর ব্যাংকের সব শাখা বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এতে মাত্র মঙ্গলবার (১৩ এপ্রিল) একদিন ব্যাংক খোলা থাকবে। ফলে বৈশাখী ভাতা উঠাতে পারছেন না বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

রাজশাহী চারঘাট উপজেলার উত্তর মেরামতপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মখলেসুর রহমান বলেন, ‘আজ (১২ এপ্রিল) চেক ছাড় হয়েছে। কাল ব্যাংকের শাখাগুলোতে টাকা জমা হলে শিক্ষক-কর্মচারীদের চিঠি দেওয়া হবে। এরপর বিল তৈরি করে জমা দিলে বৈশাখী ভাতা উত্তোলন করা যাবে। এতে সময় লাগবে দুদিনের বেশি। তবে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকের সব শাখা বন্ধ ঘোষণা করায় ২৩ এপ্রিলের পর এই ভাতা উত্তোলন করা যাবে।

বৈশাখী ভাতার চেক ছাড়ের অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশাখী ভাতার সরকারি অংশের আটটি চেক অগ্রণী, রুপালি ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা-কর্মচারীরা এ ভাতা উত্তোলন করতে পারবেন।

প্রসঙ্গত, সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পান।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার