X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পরিস্থিতি স্বাভাবিক হলে ডিসেম্বরে সমাপনী পরীক্ষা: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:০২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪১

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পরীক্ষা হলেও তা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান তিনি।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শ্রেণিপাঠদান শুরু হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বছরের প্রাথমিকের সমাপনী হবে কি সে বিষয়ে বেশ দ্বিধায় রয়েছেন অভিভাবকরা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বিষয়টি নিয়ে কথা বলেন।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যাবে, তবে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই (পরীক্ষা নেওয়া হবে)।’

পরীক্ষা নেওয়া হলে পুরো সিলেবাসে নাকি সংক্ষিপ্ত সিলেবাসে হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসে হবে। আমরা সিলেবাস দিয়ে দিয়েছি। পরিস্থিতি বিবেচনা করে, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা নেবো।’ 

কয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বিশ্লেষণ করে যদি ছয়টি বিষয়ে নিতে পারি তাহলে নেবো। আমাদের রিকভারি পরিকল্পনা করা আছে। আমরা আগে স্কুলগুলো খুলে দেই। দেখি কি হয়- না হয়।’

প্রতিমন্ত্রী আর বলেন, ‘স্কুলে বার্ষিক পরীক্ষাগুলোও হবে। সশরীরে ক্লাস হলেও ওয়ার্কশিট চলমান থাকবে।’

স্কুলগুলো খোলার প্রস্তুতি নিতে পেরেছে কিনা আপনাদের কাছে কোনও রিপোর্ট আছে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বী আছে। আমরা স্কুলে টাকা দেই, স্লিপের সেই টাকা দিয়ে (সুরক্ষা উপকরণ) কিনতে বলেছি। গতকালও মিটিং করে নির্দেশ দিয়ে দিয়েছি। ’

প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা