X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ইউল্যাবের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১৫:৫৩আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৬:৩৭

১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৪টায় অনলাইন প্ল্যাটফর্মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত নতুন প্রামাণ্যচিত্র প্রচার করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান স্বাগত বক্তব্য দেন।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ইমরান রহমান বলেন, ইউল্যাব নিজস্ব স্বকীয়তায় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তিনি সরকারি-বেসরকারিসহ বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে ইউল্যাবের প্রাক্তন শিক্ষার্থীদের সফলতার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জাভেদ প্যাটেল ইউল্যাবের ১৭ বছরের যাত্রায় অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষাব্যবস্থা, অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে বলেও তিনি জানান।

তিনি ইউল্যাব সম্পর্কে নিজের মুগ্ধতার কথা উল্লেখ করে বলেন, ইউল্যাব যেভাবে এই বৈশ্বিক মহামারির মধ্যেও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস শিক্ষার তাৎপর্য উল্লেখ করে জীবনব্যাপী শিক্ষায় মুক্তচিন্তার উপর জোর দেন তিনি। 

ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্য সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তার বক্তব্যে ইউল্যাবের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের অবদানের কথা স্মরণ করেন; যিনি তরুণদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 

সমাপনী বক্তব্যে ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বলেন, ইউল্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আন্তর্জাতিক মানে নিজেকে প্রতিষ্ঠার প্রয়াস পেয়েছে। আমাদের পরবর্তী প্রচেষ্টা তাই এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমন্ডলে বিস্তৃত করা এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে আরো সুসংহত সম্পর্ক গড়ে তোলা। 

প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করতে এ দিন বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট চালু করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে কর্নেল ফয়জুল ইসলাম (অব.), ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া রহমান।

/এসও/ইউএস/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন অফিস সহকারী হয়ে, বেরোলেন এমবিএ’র সনদ নিয়ে
টাইমস র‍্যাঙ্কিংয়ে পঞ্চমবারের মতো স্বীকৃতি পেলো ইউল্যাব
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের