X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দাবি পূরণের আশ্বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ঢাবি প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ১৮:৩০আপডেট : ২২ মার্চ ২০২২, ১৮:৩০

করোনা সংক্রমণের কারণে ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দেওয়াসহ তিন দফা দাবিতে মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সাবেক ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের আশ্বাস পেয়ে বিকাল ৪টায় আন্দোলন স্থগিত করেন তারা।

মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং যাত্রীরা পড়েন দুর্ভোগে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সাবেক ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে মিটিং করে পরে আলোচনা হবে বলে আশ্বস্ত করেন। এই আশ্বাসে তারা বিকাল ৪টায় অবরোধ ছেড়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনের দুই সমন্বয়ক কবি নজরুল কলেজে শিক্ষার্থী সুমন মিয়া ও তিতুমীর কলেজের শিক্ষার্থী সাগর নেওয়াজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সাবেক ছাত্রলীগ সভাপতি শোভন আমাদের আশ্বাস দিয়েছে যে, আগামী ২৯ তারিখ কলেজ কর্তৃপক্ষের মিটিং হবে। সেখানে আমাদের দাবির বিষয়ে কথা বলা হবে। আমাদের সাত কলেজের সাত জন প্রতিনিধি সেখানে থাকবেন। তিনি (সহকারী প্রক্টর) আমামাদের জানান, দাবি না মানলে প্রয়োজনে পরে আমরা আবার আন্দোলন করবো।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমি সহকারী প্রক্টরকে সেখানে পাঠিয়েছি কথা বলার জন্য। ২৯ তারিখ সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল মিটিং করবেন। সেখানে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা হবে। তবে সেখানে শিক্ষার্থীরা উপস্থিত থাকবে না। কারণ পরীক্ষা নেওয়া, রুটিন ঘোষণা করা এসব স্ব স্ব কলেজের কাজ। তাদের কোনও লিখিত দেওয়া হয়নি, মৌখিকভাবে কথা হয়েছে।’

আন্দোলনকারীদের কাছ থেকে প্রাপ্ত লিখিত তথ্যে দেখা যায়, শোভন ও সহকারী প্রক্টর সৈয়দ আহমেদ স্বাক্ষরিত একটি কাগজে লেখা আছে, ২৯ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনও জায়গা মিটিংয়ের ব্যবস্থা করবেন ৭ কলেজের প্রিন্সিপাল মাকসুদ কামাল স্যার।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ