X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে বাজেটে শিক্ষা খাতে ২০ শতাংশ বরাদ্দ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২২, ১৭:৪০আপডেট : ২০ মে ২০২২, ১৮:১৭

বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেওয়া এবং মাদ্রাসাসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করতে আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানান বেসরকারি শিক্ষকরা।

শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ বলেন, ‘গত ২০২১-২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ১৫৩ কোটি টাকা। তাই আসছে ২০২২-২৩ অর্থবছরে বাজেটে কারিগরি ও মাদরাসা দুটি বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা করার দাবি করছি।

সংবাদ সম্মেলনে লিখিত দাবি তুলে ধরে বলা হয়, বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি নিয়মে চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া দিতে হবে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বদলি ব্যবস্থা চালু করতে হবে। মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের সুযোগ ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করতে হবে। সংবাদ সম্মেলনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করারও দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরে জানানো হয়, মাদ্রাসার সংশোধিত জনবল কাঠামো ও নীতিমালা ২০২০ সালের ২৩ নভেম্বর প্রকাশিত হয়েছে। কিন্তু আজ পর্যন্ত মাদ্রাসার প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হচ্ছে না। আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় প্রভাষকদের আট বছর পূর্তিতে ৫০ শতাংশ হিসেবে পদোন্নতি ও ১৬ বছর পূর্ণ হলে সব প্রভাষকদের পদোন্নতির দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম শাজু উপস্থিত ছিলেন। সংগঠনের মহাসচিব শান্ত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—স্থায়ী কমিটির সদস্য সুলতান আহমেদ, মেহেদি হাসান সরকার, ফিরোজ আলম, কে. এম শামিম, মো. এলিন তালুকদার, সহ-সভাপতি আব্দুস সাকুরসহ কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি