X
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
১৭ অগ্রহায়ণ ১৪৩০

পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের অগ্রগতি নিয়ে ইউজিসি’র অসন্তোষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৭

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অধিকাংশের বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক নয়। তাই যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করতে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ কথা বলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামে ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আরডিপি পর্যালোচনা বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ না হওয়ার কারণে বাস্তবায়নে সময় ও ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে থেকে বেরিয়ে আসতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শুরু ও শেষ করা জরুরি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামে ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আরডিপি পর্যালোচনা বিষয়ক সভা

ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. সোবহান মিয়া, চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলি এবিএম মামুনুর রশিদ, প্রকল্প পরিচালক ড. জুলফিকার হোসেন, ইউজিসি’র উপপরিচালক রোকসানা লায়লাসহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামে ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের বিস্তারিত দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক জুলফিকার হোসেন।

কুয়েটের অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ৮৩৮ কোটি টাকার প্রকল্পের বাস্তবায়ন ২০১৮ সালে শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে নতুন একাডেমক ভবন, ছাত্রছাত্রীদের হল, শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণ করা হবে। এ্ছাড়া এই প্রকল্পের মাধ্যমে কুয়েটে  ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপন, গ্রিন বাউন্ডারি নির্মাণ ও আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনা হবে।

 

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
ইউজিসি ও বিএসএমএমইউর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আসন্ন শিক্ষাবর্ষেও গুচ্ছ ভর্তি পরীক্ষা: ইউজিসি
শিক্ষা-গবেষণার মাধ্যমে স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ার আহ্বান ইউজিসির
সর্বশেষ খবর
ফটোশুটে অংশ নিতে দুবাইয়ে সাকিব
ফটোশুটে অংশ নিতে দুবাইয়ে সাকিব
‘আমার জীবন আমার অধিকার, বাল‍্যবিয়ে রুখবো এবার’
‘আমার জীবন আমার অধিকার, বাল‍্যবিয়ে রুখবো এবার’
ইসরায়েলকে এবার বাংকার বিধ্বংসী বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যইসরায়েলকে এবার বাংকার বিধ্বংসী বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
রাঙামাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়লো ১৩ দোকান
রাঙামাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়লো ১৩ দোকান
সর্বাধিক পঠিত
ওসিদের পর এবার সব ইউএনও-কে বদলির নির্দেশ
ওসিদের পর এবার সব ইউএনও-কে বদলির নির্দেশ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প
ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক গার্মেন্টের দুই শতাধিক শ্রমিক আহত 
ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক গার্মেন্টের দুই শতাধিক শ্রমিক আহত 
ভূমিকম্পে কুমিল্লার মসজিদে ফাটল
ভূমিকম্পে কুমিল্লার মসজিদে ফাটল
আদালতে হাজিরা শেষে দুঃখ প্রকাশ করলেন সাকিব
আদালতে হাজিরা শেষে দুঃখ প্রকাশ করলেন সাকিব