X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে গবেষণা না থাকলে মেধা-সংকট দেখা দেবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

ঢাবি প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২২, ১৯:৫৬আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৯:৫৬

বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা যদি না থাকে, তাহলে ভবিষ্যতে দেশে মেধা-সংকট দেখা দেবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (৮ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গবেষণা না থাকলে ভবিষ্যতে মেধা-সংকট দেখা দেবে। এমনিতেই বর্তমানে প্রযুক্তির কারণে ছেলে-মেয়েরা বইবিমুখ হয়ে পড়েছে। আমাদের সময় আমরা লাইব্রেরিতে যেতাম, লেখাপড়ার জন্য উৎসাহ ছিল। বর্তমানে সবকিছু মোবাইলে পাওয়া যায় বলে গভীর রাত পর্যন্ত ছেলে-মেয়েরা এসব চালায়। লেখাপড়া বাদ দিয়ে যেভাবে ছেলে-মেয়েরা মোবাইল নিয়ে গভীর রাত জাগে, সেটি জাতির জন্য খুবই হুমকিস্বরূপ।’

এ রকম চলতে থাকলে ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘নিশ্চয়ই কানেকটিভিটির জন্য প্রযুক্তির ব্যবহার দরকার, কিন্তু সবকিছুরই একটা মাত্রা থাকা প্রয়োজন। প্রযুক্তির মাধ্যমে মিথ্যাচার, অপপ্রচারসহ বিভিন্ন অপকর্ম চলে। এগুলোর যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে এ দেশে সুস্থ রাজনীতি ও জীবনযাপন খুবই কঠিন হয়ে যাবে।’

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান মূল অনুষ্ঠান উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আগের কমিটি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে। নতুন কমিটিরও এমন অনেক ভাবনা ও প্রত্যয় নিশ্চয়ই আছে। অ্যালামনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের ভাবনা ও প্রত্যয়গুলো বাস্তবায়িত হবে বলে আশা করছি।’

এরপর ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে ‘নৃত্যভূমি’ একটি নৃত্য পরিবেশন করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিএসসি অডিটরিয়ামে মূল আলোচনা সভা শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মঞ্জুর এলাহী এবং এ কে আজাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনেজীর আহমেদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ড. মোহাম্মদ ফারাস উদ্দীন, সিনিয়র সহসভাপতি সায়েখ সিরাজ এবং সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার।

/এনএআর/
সম্পর্কিত
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস