X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ঢাকা-ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৩, ১৫:৪৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৮:১৮

দেশের উচ্চশিক্ষার প্রসারের জন্য ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সমঝোতা অনুযায়ী, উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষক আদান-প্রদান, গবেষণাসহ অন্যান্য ক্ষেত্রে সহায়তা করবে।

বুধবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আকতারুজ্জামান এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের রেক্টর একে মেহমুত সমঝোতা স্মারকে সই করেন। ভার্চুয়াল সই অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘তুরস্কের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে। দুই দেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার অংশ হিসেবে এই সমঝোতা স্মারক সই করা হয়েছে।’

পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর অধীনে দুই বিশ্ববিদ্যালয় পিএইডি শিক্ষার্থী বিনিময়সহ অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় করতে পারবে। এছাড়া সামার স্কুল ও ডিপ্লোমা প্রোগ্রামও করা সম্ভব হবে।’

উল্লেখ্য, ১৪৫৩ সালে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দুই জন নোবেল পদকপ্রাপ্ত (আজিজ সানকার এবং ওরহান পামুক) ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক করিয়ে দেওয়ার জন্য ইস্তাম্বুলে বাংলাদেশের কনসুলেট বিশেষ ভূমিকা পালন করে।
এদিকে ইস্তাম্বুলে কনসুলেট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র সচিব তার বক্তব্যের শুরুতে এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পররাষ্ট্র সচিব আশাবাদ ব্যক্ত করেন যে, এই সমঝোতা স্মারক বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের ফলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক আরেও সুসংহত ও গতিশীল হবে।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, চতুর্দশ শতাব্দী থেকে আমাদের দুই অঞ্চলের জনগণ ঐতিহাসিক সম্পর্কে আবদ্ধ।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মাহমুত আক বলেন, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে দু’দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো একধাপ এগিয়ে যাবে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক