X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নারীদের চাকরির জন্য কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বাড়ানোর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ২০:০৯আপডেট : ২২ মার্চ ২০২৩, ২০:০৯

যুব নারীদের বৈশ্বিক বাজারের জন্য তৈরি করতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ জনপ্রিয় করে তোলার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কারিগরি শিক্ষা বোর্ড মিলনায়তনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে করণীয় নির্ধারণ সংক্রান্ত এক কর্মশালায় এ আহ্বান জানানো হয়। 

বুধবার (২২ মার্চ) কারিগরি শিক্ষা বোর্ড জানায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, টিভিইটি প্রফেশনাল নেটওয়ার্ক এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে মঙ্গলবার (২১ মার্চ) কর্মশালাটির আয়োজন করা হয়েছিল। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক বলেন, ‘নানা দিক থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এগিয়েছে। আমাদের দক্ষতা আছে কিন্তু স্বীকৃতি নেই নানা ক্ষেত্রে। এসএসসি পাস করেও শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার অভাব দেখা যায়। এমনিতেই টিভিইটি শিক্ষকদের মধ্যেও দক্ষ জনবল তৈরির জন্য যথাযথ যোগ্যতার অভাব রয়েছে। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে বাধা এবং শূন্যতা কমাতে কাজ করতে হবে। পাশাপাশি টিভিইটির প্রতি মানুষের নেতিবাচক মনোভাবেরও পরিবর্তন আনতে কাজ করতে হবে।’

শ্রমবাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহু দেশেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যুব শক্তিকে, বিশেষ করে যুব নারীদের, বৈশ্বিক বাজারের জন্য তৈরি করতে এই শিক্ষাকে আরও পরিচিত করে তোলার জন্য জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কর্মশালায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে মূল প্রতিবেদন উপস্থাপন করেন জাতীয় কনসাল্টেন্ট এবং টিভিইটি প্রফেশনাল নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সদস্য এস্তানুল কবির।

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার পরও যুবদের মধ্যে নিয়োগযোগ্য দক্ষতার অভাব দেখা যাচ্ছে। অপরদিকে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় নেই যথাযথ বিনিয়োগ। বিশ্বব্যাংকের ২০২০-২১ সালের একটি প্রতিবেদন বলছে, বাংলাদেশে সার্বিক বেকারত্বের হার ৩ দশমিক ১ শতাংশ। আর ১৫ থেকে ২৯ বছর বয়সী জনগোষ্ঠীর ৮ দশমিক ৯ শতাংশ বেকার। অপরদিকে ২৭ দশমিক ১ শতাংশ পড়াশোনাতেও নেই এবং প্রশিক্ষণেও নেই, যার সংখ্যা প্রায় ১২ দশমিক ৬ মিলিয়ন। এই বিশাল জনগোষ্ঠীর  ৮৯ দশমিক ৬ শতাংশ অর্থাৎ প্রায় ১১ দশমিক ৪ মিলিয়নই নারী। এই বিশাল শূন্যতা বিশ্ববাজারে এ দেশের যুবদের, বিশেষ করে যুব নারীদের প্রবেশে বাধা তৈরি করছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, ‘প্রশিক্ষণের পরও চাকরি ক্ষেত্রে নারীদের প্রবেশগম্যতা তুলনামূলক কম। আমাদের নিজেদের চিন্তাভাবনা বদলাতে হবে যেন নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি হয়, তাদের প্রবেশগম্যতা তৈরি হয়।’ তাদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিতেও জোর দেন তিনি।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং ডিরেক্টর জলি নূর হক বলেন, ‘আমাদের দেখতে হবে যুবদের অভাব সুযোগের নাকি অনুপ্রেরণার? টিভিইটিকে কীভাবে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তোলা যায় তা নির্ণয় করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান। অনুষ্ঠানে টিভিইটি প্রফেশনাল নেটওয়ার্কের (টিপিএন) প্রতিষ্ঠাতা সদস্য সেলিনা চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। 

 

 

 

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
সৌদিতে যাওয়ার পর থেকে নানাভাবে নির্যাতন করেছে নিয়োগকর্তা
‘অগুরুত্বপূর্ণ’ বলেই অনুচ্চারিত?
ডানপন্থি কোনও রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না: গণপূর্তমন্ত্রী
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন