X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: শামিত সোম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২৫, ১৬:০৯আপডেট : ০৫ মে ২০২৫, ১৩:১৩

কানাডা প্রবাসী শামিত সোমের জন্মনিবন্ধনের পর পাসপোর্ট তৈরির প্রক্রিয়া চলছে। কানাডায় বাংলাদেশি কনস্যুলেটে পাসপোর্টের আবেদনও করেছেন তিনি। এরই মধ্যে পাসপোর্ট হওয়ার আগে শামিতের কানাডার অনাপত্তিপত্র পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন লাল সবুজ দলের হয়ে খেলার অপেক্ষায় এই মিডফিল্ডার। 

কানাডায় বাংলাদেশি কনস্যুলেট অফিসে পাসপোর্ট আবেদনের সময় শামিত কথা বলেছেন, কানাডা প্রবাসী ক্রীড়া সাংবাদিক আবু সাদাতের সঙ্গে। কানাডার হয়ে দুই ম্যাচ খেললেও হঠাৎ বাংলাদেশের পক্ষে খেলার কারণ জানতে চাওয়া হয়েছিল তার কাছে। শামিত বলেছেন, হামজা চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি। 

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা বাংলাদেশের হয়ে খেলছেন। তাহলে শামিত কেন নেয়? শামিত সোম বলেছেন, ‘কিছু জিনিস দেখেছি যে, বাংলাদেশের খেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। হামজা চৌধুরীও এখন তাদের( বাংলাদেশের)  হয়ে খেলছে, সে যেতে পারলে আমি কেন যেতে পারবো না। সে অনেক বড় খেলোয়াড়।’

বাংলাদেশের হয়ে খেলছেন প্রবাসী আরও কয়েকজন ফুটবলার। তাদের সঙ্গে যোগাযোগের কথাও বলেছেন শামিত, ‘বাংলাদেশ দলে থাকা ফুটবলার তারিক কাজী, জামাল ভূঁইয়া, কাজেম শাহ, ওদেরকে আগে থেকে জানি। সে কারণে আমারও আগ্রহ ছিল। সবসময় অপেক্ষা করছিলাম, ভেবেছি যে ঠিক সময়ে খেলবো।’ 

শামিতের বাবার বাড়ি মৌলভীবাজার, মায়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে শামিতকে খেলানোর জোর প্রচেষ্টা চালাচ্ছে বাফুফে। সেটা সম্ভব হবে শুধু ফিফার অনুমোদনের পর। ফিফার অনুমতি পেতে চার মাস অপেক্ষা করতে হয়েছিল হামজাকে। ওই হিসাবে শামিতকে সিঙ্গাপুর ম্যাচের আগে পাওয়া কঠিন।  

তারপরও তার লাল সবুজ দলে খেলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সাড়া পাচ্ছেন, সেটা তাকে আশাবাদী করে তুলছে, ‘আশা করি, সবকিছু ঠিকঠাক হলে  (সিঙ্গাপুরের বিপক্ষে খেলবো)। খুব বেশি প্রতিক্রিয়া পাচ্ছি, আমি খুশি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
আপাতত ক্রুইফ নন, মেয়াদ বাড়লো টিটুর 
বাহরাইনকে উড়িয়ে বাংলাদেশ দলে উচ্ছ্বাস
সর্বশেষ খবর
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
নেতৃত্বের প্রতি অনুগত থেকে পিজিআর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির
নেতৃত্বের প্রতি অনুগত থেকে পিজিআর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির
‘জুলাই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’
‘জুলাই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’
সর্বাধিক পঠিত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ