X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চতুর্থ গণবিজ্ঞপ্তির ‘ত্রুটিপূর্ণ ফল’ বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৩, ১৫:৫৪আপডেট : ০৭ মে ২০২৩, ১৫:৫৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্থ গণবিজ্ঞপ্তির ‘ত্রুটিপূর্ণ ফলাফল’ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মেধাক্রমে সুপারিশপ্রত্যাশী শিক্ষক ফোরাম। রবিবার (৭ মে) রাজধানীর রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে এনটিআরসিএ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় পুলিশ বাধা দিলে কর্মসূচি স্থগিত রেখে এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন চাকরিপ্রার্থীরা। 

চতুর্থ গণবিজ্ঞপ্তিতিতে মেধাক্রমে সুপারিশপ্রত্যাশী শিক্ষক ফোরামের আহ্বায়ক আনিসুর রহমান জানান, এনটিআরসিএ-এর ক্রটিপূর্ণ ফলাফল বাতিলের দাবিতে সকাল ১০টার দিকে এনটিআরসিএ কার্যালয়ের সামনের রাস্তায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাবি আদায়ে অবস্থান নেন চাকরিপ্রার্থীরা। ওই সময় পুলিশ ঘটনাস্থলে এসে কর্মসূচি পালনে বাধা দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের ব্যানারও কেড়ে নেওয়া হয়।

তিনি বলেন, ‘ভিআইপি এলাকায় কর্মসূচি পালন করতে দেবে না বলে জানিয়েছে পুলিশ। জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনের কথা বলেছেন তারা। একপর্যায়ের পুলিশের সহায়তায় চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন।’ 

আনিসুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন প্রতিষ্ঠান পছন্দ দিয়েছিলাম। কিন্তু সেগুলোয় আমাদের সুপারিশ করা হয়নি। কিন্তু আমাদের চেয়ে মেধাতালিকায় পিছিয়ে থাকা অনেককেই ওইসব প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়েছে। আমরা এর আগেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। সে কারণে আজ আমরা এখানে কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।’

এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বলেন, ‘যারা আন্দোলন করছেন তাদের অনেকেই আমাদের কাছে আবেদন জানিয়েছেন। তাদের আবেদন যাচাই করা হচ্ছে, এটা প্রক্রিয়াধীন। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আন্দোলনকারীদের মধ্যে অনেকেই আগে থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মরত ও ইনডেক্সধারী। সেসব প্রার্থীদের রোল নম্বরগুলো ব্লক করে রাখা হয়েছিল, সে কারণে সমস্যা হতে পারে। দুই একটিতে সমস্যাও থাকতে পারে। আবেদনগুলো ফের যাচাই-বাছাই করবো।’

এনটিআরসিএ-র আশ্বাসের পরে আন্দোলনকারীরা পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন:

এক মাস ৭ দিন জেল খেটেছি: আরাভ খান

মিথ্যাচার করছে আরাভ

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ