X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

চতুর্থ গণবিজ্ঞপ্তির ‘ত্রুটিপূর্ণ ফল’ বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৩, ১৫:৫৪আপডেট : ০৭ মে ২০২৩, ১৫:৫৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্থ গণবিজ্ঞপ্তির ‘ত্রুটিপূর্ণ ফলাফল’ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মেধাক্রমে সুপারিশপ্রত্যাশী শিক্ষক ফোরাম। রবিবার (৭ মে) রাজধানীর রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে এনটিআরসিএ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় পুলিশ বাধা দিলে কর্মসূচি স্থগিত রেখে এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন চাকরিপ্রার্থীরা। 

চতুর্থ গণবিজ্ঞপ্তিতিতে মেধাক্রমে সুপারিশপ্রত্যাশী শিক্ষক ফোরামের আহ্বায়ক আনিসুর রহমান জানান, এনটিআরসিএ-এর ক্রটিপূর্ণ ফলাফল বাতিলের দাবিতে সকাল ১০টার দিকে এনটিআরসিএ কার্যালয়ের সামনের রাস্তায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাবি আদায়ে অবস্থান নেন চাকরিপ্রার্থীরা। ওই সময় পুলিশ ঘটনাস্থলে এসে কর্মসূচি পালনে বাধা দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের ব্যানারও কেড়ে নেওয়া হয়।

তিনি বলেন, ‘ভিআইপি এলাকায় কর্মসূচি পালন করতে দেবে না বলে জানিয়েছে পুলিশ। জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনের কথা বলেছেন তারা। একপর্যায়ের পুলিশের সহায়তায় চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন।’ 

আনিসুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন প্রতিষ্ঠান পছন্দ দিয়েছিলাম। কিন্তু সেগুলোয় আমাদের সুপারিশ করা হয়নি। কিন্তু আমাদের চেয়ে মেধাতালিকায় পিছিয়ে থাকা অনেককেই ওইসব প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়েছে। আমরা এর আগেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। সে কারণে আজ আমরা এখানে কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।’

এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বলেন, ‘যারা আন্দোলন করছেন তাদের অনেকেই আমাদের কাছে আবেদন জানিয়েছেন। তাদের আবেদন যাচাই করা হচ্ছে, এটা প্রক্রিয়াধীন। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আন্দোলনকারীদের মধ্যে অনেকেই আগে থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মরত ও ইনডেক্সধারী। সেসব প্রার্থীদের রোল নম্বরগুলো ব্লক করে রাখা হয়েছিল, সে কারণে সমস্যা হতে পারে। দুই একটিতে সমস্যাও থাকতে পারে। আবেদনগুলো ফের যাচাই-বাছাই করবো।’

এনটিআরসিএ-র আশ্বাসের পরে আন্দোলনকারীরা পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন:

এক মাস ৭ দিন জেল খেটেছি: আরাভ খান

মিথ্যাচার করছে আরাভ

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন ও পদক বিতরণ ১০ মে
প্রাথমিক শিক্ষকদের প্রথম দিনের কর্মবিরতি পালন
সর্বশেষ খবর
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ