X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

এক মাস ৭ দিন জেল খেটেছি: আরাভ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৩, ০১:১৩আপডেট : ০৫ মে ২০২৩, ০১:২১

পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যার অন্যতম পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দাবি করেছেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পর এক মাস ৭ দিন জেল খেটেছেন। বৃহস্পতিবার (৪ মে) ফেসবুক লাইভে এসে এ কথা জানান দুবাইয়ে অবস্থানরত রবিউল।

ফেসবুকে লাইভে আরাভ বলেন, ‘ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পর ইন্টারপোল এর পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আমাকে তাদের সঙ্গে দেখা করতে বলা হয়, যদি না হয় তাহলে গ্রেফতার করা হবে বলে জানানো হয়। পরবর্তীতে আমি ইন্টারপোলের কর্মকর্তাদের সঙ্গে দেখা করি এবং একমাস সাত দিন আমাকে জেল খাটতে হয়। দুই দিন আগে আমি জেল থেকে বেরিয়েছি।’

তিনি দাবি করেন, ‘বিনা অপরাধে ইন্টারপোলের জেল খাটতে হয়েছে আমাকে। ৭৮ জন বড় বড় আসামিদের সঙ্গে আমি ছিলাম। সবার সঙ্গেই আমার কথা হয়েছে, আমি ভালই ছিলাম’।

এছাড়াও জেনে বুঝে সাংবাদিকদের সংবাদ প্রকাশ করার কথা বলেন পুলিশ কর্মকর্তা মামুন হত্যার অন্যতম এই আসামি।

আরাভ আরও বলেন, ৯ থেকে ১০ বার বাংলাদেশ সরকার আমাকে নেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ প্রশাসন নেওয়ার চেষ্টা করেছিল। অনেকেই বলেছেন আমি পালিয়ে গেছি। আমি পালিয়ে যায়নি। আমি জানি আমি অপরাধী না, তাহলে কেন আমি পালাবো। আমাকে পুলিশ ধরে নিয়ে যায়নি, আমিই গিয়েছি। আমি মনে হয় কোনও পাপ করেছিলাম সেজন্য আল্লাহতায়ালা আমাকে শাস্তি দিয়েছেন। আমার আগের ভিডিও নিয়ে অনেকেই ফেইক আইডি খুলে সেসব ভিডিও প্রকাশ করেছে।

সাংবাদিকদের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আমাকে কোনও কারণ ছাড়াই অভিযুক্ত করা হয়েছে। এজন্যই আমাকে জেল খাটতে হয়েছে। সাংবাদিকদের মধ্যে অনেকেই অসৎ। এই অসৎ সাংবাদিকদের দেশে-বিদেশে কোথায় কি আছে, এসব আমি খুঁজে ফেসবুকের মাধ্যমে তুলে ধরবো।

তবে সাংবাদিকদের কে কে তার কাছে টাকা চেয়েছেন, এ বিষয়টি তিনি এখনও খোলাসা করেননি। এ বিষয়ে কোনও তথ্য প্রমাণ তিনি এখনও উপস্থাপন করতে পারেননি।

তিনি দাবি করেন, আমি নির্দোষ ছিলাম আপনারা আমার লাইফ নিয়ে খেলেছেন। কিছু ঘুষখোর কিছু সাংবাদিক কিছু মহল আমাকে অপরাধী বানিয়েছে। আমি মামলার ছয় নাম্বার আসামি, কোর্ট এখনও কোনও রায় দেয়নি। আপনারা আমাকে জেল খাটিয়েছেন। এর ফল আপনারা একটা একটা করে পাবেন। অনেকেই আমার সঙ্গে আছে, আমিও তাদের সঙ্গে আছি।

/আরটি/এলকে/
সম্পর্কিত
দুবাইয়ে সম্পদ গড়া ৭০ ‘ভিআইপি’ চিহ্নিত, এনবিআরের কাছে কর নথি তলব
পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
ইন্সপেক্টর মামুন হত্যা: আরাভ খানের মামলার রায় পেছালো
সর্বশেষ খবর
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
এক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
গাজায় যুদ্ধবিরতির চেষ্টাএক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন