X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

এক মাস ৭ দিন জেল খেটেছি: আরাভ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৩, ০১:১৩আপডেট : ০৫ মে ২০২৩, ০১:২১

পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যার অন্যতম পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দাবি করেছেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পর এক মাস ৭ দিন জেল খেটেছেন। বৃহস্পতিবার (৪ মে) ফেসবুক লাইভে এসে এ কথা জানান দুবাইয়ে অবস্থানরত রবিউল।

ফেসবুকে লাইভে আরাভ বলেন, ‘ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পর ইন্টারপোল এর পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আমাকে তাদের সঙ্গে দেখা করতে বলা হয়, যদি না হয় তাহলে গ্রেফতার করা হবে বলে জানানো হয়। পরবর্তীতে আমি ইন্টারপোলের কর্মকর্তাদের সঙ্গে দেখা করি এবং একমাস সাত দিন আমাকে জেল খাটতে হয়। দুই দিন আগে আমি জেল থেকে বেরিয়েছি।’

তিনি দাবি করেন, ‘বিনা অপরাধে ইন্টারপোলের জেল খাটতে হয়েছে আমাকে। ৭৮ জন বড় বড় আসামিদের সঙ্গে আমি ছিলাম। সবার সঙ্গেই আমার কথা হয়েছে, আমি ভালই ছিলাম’।

এছাড়াও জেনে বুঝে সাংবাদিকদের সংবাদ প্রকাশ করার কথা বলেন পুলিশ কর্মকর্তা মামুন হত্যার অন্যতম এই আসামি।

আরাভ আরও বলেন, ৯ থেকে ১০ বার বাংলাদেশ সরকার আমাকে নেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ প্রশাসন নেওয়ার চেষ্টা করেছিল। অনেকেই বলেছেন আমি পালিয়ে গেছি। আমি পালিয়ে যায়নি। আমি জানি আমি অপরাধী না, তাহলে কেন আমি পালাবো। আমাকে পুলিশ ধরে নিয়ে যায়নি, আমিই গিয়েছি। আমি মনে হয় কোনও পাপ করেছিলাম সেজন্য আল্লাহতায়ালা আমাকে শাস্তি দিয়েছেন। আমার আগের ভিডিও নিয়ে অনেকেই ফেইক আইডি খুলে সেসব ভিডিও প্রকাশ করেছে।

সাংবাদিকদের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আমাকে কোনও কারণ ছাড়াই অভিযুক্ত করা হয়েছে। এজন্যই আমাকে জেল খাটতে হয়েছে। সাংবাদিকদের মধ্যে অনেকেই অসৎ। এই অসৎ সাংবাদিকদের দেশে-বিদেশে কোথায় কি আছে, এসব আমি খুঁজে ফেসবুকের মাধ্যমে তুলে ধরবো।

তবে সাংবাদিকদের কে কে তার কাছে টাকা চেয়েছেন, এ বিষয়টি তিনি এখনও খোলাসা করেননি। এ বিষয়ে কোনও তথ্য প্রমাণ তিনি এখনও উপস্থাপন করতে পারেননি।

তিনি দাবি করেন, আমি নির্দোষ ছিলাম আপনারা আমার লাইফ নিয়ে খেলেছেন। কিছু ঘুষখোর কিছু সাংবাদিক কিছু মহল আমাকে অপরাধী বানিয়েছে। আমি মামলার ছয় নাম্বার আসামি, কোর্ট এখনও কোনও রায় দেয়নি। আপনারা আমাকে জেল খাটিয়েছেন। এর ফল আপনারা একটা একটা করে পাবেন। অনেকেই আমার সঙ্গে আছে, আমিও তাদের সঙ্গে আছি।

/আরটি/এলকে/
সম্পর্কিত
দুবাই বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
সর্বশেষ খবর
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল