X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চালু হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৩, ১৯:৫৪আপডেট : ১১ মে ২০২৩, ১৫:৩৮

অবশেষে চালু হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২২ বছর আগে প্রণীত আইনের আলোকে এ বিশ্ববিদ্যালয়টি চালু হচ্ছে। আগামী ২২ মে থেকে বিদ্যমান আইনটি কার্যকর ঘোষণা করে সরকার গেজেট প্রকাশ করেছে। আইনটি কার্যকর হওয়ার ফলে চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তির সুযোগ সৃষ্টি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ সচিব মোছা. রোখছানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি ৮ মে গেজেট আকারে প্রকাশিত হয়।

এতে বলা হয়- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১ এর উপধারা ২ এর ক্ষমতা বলে সরকার ২২ মে ২০২৩ তারিখে ওই আইনটি কার্যকর করার তারিখ নির্ধারণ করলো। উল্লেখ্য, আইনটির ওই ধারায় বলা হয়েছে সরকারি প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করবে সেই তারিয়ে আইনটি কার্যকর হবে।

এই আইনটি কার্যকর হওয়ার ফলে চলতি শিক্ষাবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী ভর্তির পথ উন্মুক্ত হলো।

উল্লেখ্য, বর্তমান আওয়ামী লীগ সরকার ১৯৯৬-২০০১ মেয়াদের শেষ দিকে ২০০১ সালে বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনটি পাস করে। তবে ২০০১ সালের নির্বাচনে ক্ষমতার পালাবদলের পর এই বিশ্ববিদ্যালয়টি আর চালু হয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও এটাকে চালু করার উদ্যোগ নিতে দেখা যায়নি। তবে পুরাতন ওই আইনটিতে পাশ কাটিয়ে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে ২০২০ নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

২০২০ সালের জানুয়ারিতে মন্ত্রীসভায় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এর খসড়ায় নীতিগত অনুমোদনও দেয়। অবশ্য এর পর ওই আইনটি আর আলোর মুখ দেখেনি। সরকার এখন ২০০১ সালের আইনটি কার্যকর করে বিশ্ববিদ্যালয়টি চালু করতে যাচ্ছে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ