X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

জাতীয়করণের আন্দোলন: প্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষকদের তালিকা করা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৩, ১২:৩৯আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:৩৯

জাতীয়করণের দাবিতে আন্দোলনে যোগ দিতে অননুমোদিতভাবে যেসব শিক্ষক ক্লাসে অনুপস্থিত আছেন তাদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ঢাকা অঞ্চল। ঢাকার উপরিচালকের কার্যালয় থেকে জারি হওয়া রবিবারের (২৩ জুলাই) অফিস আদেশটি সোমবার (২৪ জুলাই) প্রকাশিত হয়।

উপপরিচালক এএসএম আব্দুল খালেকের সই করা চিঠিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আজ বেলা ১১টার মধ্যে তালিকা পাঠানো নির্দেশনা দেওয়া হয়।  

চিঠিতে বলা হয়, আপনার অধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ২৩ জুলাই অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছে তাদের নামের তালিকা ২৪ জুলাই সকাল ১১টার মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে। এরই মধ্যে গত ১৯ জুলাই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বেসরকারি শিক্ষক নেতারা। শিক্ষামন্ত্রী জাতীয়করণের বিষয়ে দুই কমিটি করে দেওয়ার ঘোষণা দেন। 

একইসঙ্গে ২০ জুলাই থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন ছুটিও বাতিল করা হয়। এরপর লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তারা প্রেসক্লাবের সামনে অবস্থান করেন শিক্ষকরা।

শিক্ষামন্ত্রী সম্প্রতি বলেছেন, ‘শিক্ষার্থীদের জিম্মি করে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করা অন্যায়। সরকার শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে আন্দোলনে অংশ নিচ্ছে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ময়মনসিংহ বোর্ডে জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা
বোর্ডে টানানো রেজাল্ট দেখার সেই উত্তেজনা আর নেই
এসএসসিতে দেশসেরা যশোর বোর্ড
সর্বশেষ খবর
ইহুদিদের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি-জামায়াত: পররাষ্ট্রমন্ত্রী
ইহুদিদের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি-জামায়াত: পররাষ্ট্রমন্ত্রী
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
উৎকণ্ঠাময় অপেক্ষার পর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে নাবিকদের
উৎকণ্ঠাময় অপেক্ষার পর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে নাবিকদের
প্রার্থিতা ফিরে পেলেন ওবায়দুল কাদেরের ভাই শাহদাত
প্রার্থিতা ফিরে পেলেন ওবায়দুল কাদেরের ভাই শাহদাত
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার