X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

অবশেষে ‘সেই অধ্যক্ষ’কে সরিয়ে দেওয়া হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৩, ১৮:৫৫আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৮:৫৫

উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ দখল করে থাকা অবৈধ অধ্যক্ষকে সরিয়ে দিয়ে দীপ্তি চক্রবর্তীকে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। 

‘অধ্যক্ষ ও প্রধান শিক্ষক কোনোটিই নন’ প্রমাণিত হওয়ায় মো. শাহীনুর মিয়াকে সরিয়ে দেয় অধিদফতর। এর আগে বাংলা ট্রিবিউন তার দুর্নীতির চিত্র তুলে ধরে ‘না প্রধান শিক্ষক না অধ্যক্ষ, শ্রেণিকক্ষ দখল করে থাকেন পরিবার নিয়ে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

গত ১০ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অফিস আদেশে দুর্নীতি ও শ্রেণিকক্ষ দখলের প্রমাণ পাওয়ায় মো. শাহীনুর মিয়াকে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক দীপ্তি চক্রবর্তীকে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব দেয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকা মহানগরীর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহীনুর মিয়ার চলমান দুর্নীতি, অর্থআত্মসাৎ ও অন্যান্য অপকর্মের বিষয়ে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন থেকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত  কর্মকর্তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে মো. শাহীনুর মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে তাকে কারণ দর্শানোর পত্র দেওয়া হয়। কিন্তু মো. শাহীনুর মিয়া যথাসময়ে জবাব পাঠাননি। এমনকি পরবর্তীতে জবাব পাঠালেও তা সন্তোষজনক হয়নি।

এমতাবস্থায়, মো. শাহীনুর মিয়া ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কোনটিই নন মর্মে তদন্তে প্রমাণিত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক দীপ্তি চক্রবর্তীকে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

এদিকে অধিদফতর থেকে মো. শাহীনুর মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও তিনি সোমবার (১৪ আগস্ট) পর্যন্ত দীপ্তি চক্রবর্তীকে দায়িত্ব বুঝিয়ে দেননি বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
নিজের বাসায় পড়ে ছিল বৃদ্ধের গলে যাওয়া লাশ
ডিএনসিসির খালে ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা: মেয়র
সর্বশেষ খবর
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল
উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল
গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন: ব্লিঙ্কেন
গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন: ব্লিঙ্কেন
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার