X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউন বৈঠকি

‘রাজনৈতিক কার্যক্রমে যথাযথ শিক্ষা ব্যাহত হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৯আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৯

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফয়জুল ইসলাম বলেছেন, বর্তমানে যেসব রাজনৈতিক কর্মসূচি দেখাতে পাই, তাতে সামগ্রিকভাবে আমাদের শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা ব্যাহত হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক কর্মসূচির প্রভাব' শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। শনিবার (২৫ নভেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফয়জুল ইসলাম বলেন, ‘২৮ অক্টোবরের পর রাজনৈতিক কর্মসূচির কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি— কীভাবে শিক্ষার্থীদের পাঠদান এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা যেভাবেই কাজটি করি না কেন, শিক্ষার সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি হিসেবে বলবো, এটি যথেষ্ট নয়। কেননা, আমাদের শিক্ষার্থীরা মুক্তমনে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চায়। কিন্তু সেটা তারা পারছে না। আমরা রবিবার এবং সোমবার অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছি, মঙ্গলবার সশরীরে ক্লাস নিচ্ছি। কোনও কারণে যদি সেটা সম্ভব না হয়, সেজন্য আমাদের শুক্রবার এবং শনিবারেও ক্লাসের ব্যবস্থা করতে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে যে সমস্যা হচ্ছে, অনলাইন শিক্ষা কার্যক্রম উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট নয়। কেননা, উচ্চশিক্ষা শুধুমাত্র ক্লাসরুমে কিংবা অনলাইনে দেওয়া যাবে, সেটাতে সফলতা আসে না।’

তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষা হচ্ছে প্রতিষ্ঠানকেন্দ্রিক শিক্ষা, যেখানে ক্লাসরুমের পাশপাশি ক্লাসরুমের বাইরের যে শিক্ষা যেমন, কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেটি শিক্ষার্থীরা করতে পারছে না। কিন্তু আমাদের অনলাইনে ম্যানেজ করতে হচ্ছে। আরও  যেটা সমস্যা হচ্ছে— এখনকার সময়ে শিক্ষা পদ্ধতির অন্যতম দিক যেটাকে ‘অ্যাক্টিভ লার্নিং’ বলা হয় বা সক্রিয় শিক্ষা, যা ক্লাসরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সরাসরি ভাব আদান-প্রদানের মাধ্যমে হয়। অনলাইনে কিন্তু সেই সম্পৃক্ততা আসে না। সুতরাং, অ্যাক্টিভ লার্নিং সম্ভব হচ্ছে না। সর্বোপরি যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে, মূল্যায়নের ক্ষেত্রে। সরাসরিভাবে শিক্ষার্থীদের উপস্থিত হয়ে পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট দিতে হয়। যেহেতু রাজনৈতিক কার্যক্রমের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকে, সেজন্য শিক্ষার্থীরা উপস্থিত হতে পারে না। তাই মূল্যায়ন নিয়ে আমরা হিমসিম খাচ্ছি।’

এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন— বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ফিরোজা বাশার আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ মো. শহিদুল ইসলাম।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
কুষ্টিয়ায় বৃত্তি পেলো ১৬০ স্কুলশিক্ষার্থী
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
ভ্যাপসা গরমে জীবন চরমে ঢাবির গণরুমের শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু