X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

শিক্ষা-গবেষণার মাধ্যমে স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ার আহ্বান ইউজিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৩, ১৬:১৯আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৬:১৯

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে তথ্য বাতায়ন নিয়মিত হালনাগাদ নিশ্চিত করার জন্য মঙ্গলবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান ইউজিসির সদস্য ও ইনোভেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। ইউজিসির অডিটরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখার পরামর্শ দেন ইউজিসির সদস্য ও ইনোভেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বের সামনে তুলে ধরতে সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদে বিশেষ নজর দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষকদের প্রোফাইল, গবেষণা ও উদ্ভাবন সংক্রান্ত তথ্য সংযুক্ত করা প্রয়োজন। এ ছাড়া গবেষণার প্রকৃত চিত্র তুলে ধরতে একটি রিসার্চ ডাটাবেইস গঠন করা উচিত।

অধ্যাপক সাজ্জাদ বলেন, শিক্ষার নিরাপদ পরিবেশ যেন বিনষ্ট না হয়, সেদিকে নজর দিতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থী ও গবেষকরা যাতে নিজ নিজ কাজে মনোযোগী হতে পারে, সে জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বিশেষ অতিথির বক্তব্য দেন। কর্মশালায় সমাপনী বক্তব্য দেন গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক এবং ইনোভেশন কমিটির সদস্য মো. শাহীন সিরাজ।

ড. ফেরদৌস জামান বলেন, ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা না হলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

ড. ফখরুল ইসলাম বলেন, স্মার্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ের জন্য শিক্ষা-গবেষণার তথ্য যথাযথভাবে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

ইউজিসির আইএমসিটি বিভাগের সিস্টেম ইঞ্জিনিয়ার ও ইনোভেশন ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাসের উপস্থাপনায় কর্মশালায় ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ফোকাল পয়েন্ট ও ওয়েবসাইট হালনাগাদকারী কর্মকর্তারা অংশ নেন।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করে প্রস্তাব পাঠানোর আহ্বান
নামেই শুধু সরকারি কলেজ, নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে