X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা নোটিশ বোর্ডে প্রকাশের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৩, ১৮:০৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:০৯

উপবৃত্তি প্রদানের স্বচ্ছতা আনতে উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ করার নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে ওই তালিকা শিক্ষার্থীদের নজরে আসা পর্যন্ত টানিয়ে রাখতে হবে। সোমবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় সারা দেশের সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেওয়া হয়। প্রতি শিক্ষাবর্ষে ষষ্ঠ, নবম (বিশেষ ক্ষেত্রে), একাদশ ও সমমান শ্রেণিতে উপবৃত্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠান HSP-MIS সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে এন্ট্রি করে। এই সফটওয়্যারে এন্ট্রি করা এবং উপজেলা বা থানা পর্যায়ে যাচাই শেষে মনোনীত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠনো হয়। এই তালিকা থেকে উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং কমিটি উপবৃত্তির জন্য চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করে। ওই কমিটি থেকে উপবৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সফটওয়্যার থেকে সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে। আর তালিকা শিক্ষার্থীরা দেখা পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

এমতাবস্থায়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রতি শিক্ষাবর্ষে উপবৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রদর্শন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চার বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল, এমপিওভুক্তি নিয়ে প্রশ্ন
চার বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল, এমপিওভুক্তি নিয়ে প্রশ্ন
টিভিতে আজকের খেলা (১৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৪ মে, ২০২৪)
ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর
ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল