X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ইউজিসিকে ছয় দফা সুপারিশ মহিলা পরিষদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৪, ১৭:২৯আপডেট : ২৪ জুন ২০২৪, ১৭:২৯

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধে অভিযোগ কমিটি থাকলেও কমিটির সুপারিশ বাস্তবায়ন হচ্ছে না। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে। এছাড়া নারীর ক্ষমতায়নে অন্তরায় ও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেকে (ইউজিসি) ছয় দফা সুপারিশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। 

সোমবার (২৪ জুন) ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ছয় দফা সুপারিশ পেশ করে।

ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর প্রতিনিধি দলকে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মনিটরিংয়ের আশ্বাস দেন।

চেয়ারম্যানের সঙ্গে আলোচনাকালে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. হাসিনা খান, সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. ইমরান হোসেন ও সহকারী সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব।

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও অ্যাড. মাসুদা রেহানা বেগম, কেন্দ্রীয় লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের ভারপ্রাপ্ত পরিচালক অ্যাডভোকেট দীপ্তি রানী সিকদার, উপপরিষদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রাম লাল রাহা।

ছয় দফা সুপারিশ

১. বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা প্রতিরোধে প্রতিটি অনুষদে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে কমিটি গঠন করা।

২. প্রতিটি অনুষদের ডিন, অনুষদের প্রতিটি বিভাগের ছাত্রছাত্রী কাউন্সিলর, ছাত্রছাত্রীদের নিয়ে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে নিয়মিত কর্মশালার আয়োজন করা।

৩. ২০০৯ সালে হাইকোর্টের নির্দেশনামূলক রায়ে যে বিষয়গুলিকে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তির পর ওরিয়েন্টেশন সভাতে সেগুলো নিয়ে আলোচনা করা।

৪. বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধিতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ২০০৯ সালের হাইকোর্ট বিভাগের নির্দেশনার বিষয়টি যুক্ত করা।

৫. বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করাসহ সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

৬. ২০০৯ সালের হাইকোর্ট বিভাগের নির্দেশনামূলক রায়ের আলোকে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে অভিযোগ কমিটি গঠন এবং কমিটির কার্যক্রম বিষয়ে অংশীজনদের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করিইউজিসি

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান গ্রেফতার
উচ্চশিক্ষা আঞ্চলিক সহযোগিতা সম্মেলন আয়োজনে সভা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: জুলাইয়ের মধ্যে চূড়ান্ত হচ্ছে নীতিমালা
সর্বশেষ খবর
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল