বাংলাদেশে প্রথমবারের মতো ওয়ান টু ওয়ান কাস্টমাইজড লার্নিং সার্ভিস চালু করেছে ই-লানিং প্ল্যাটফর্ম মজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেড।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোর হাইটসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সার্ভিসের উদ্বোধন করেন মজারুর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলাউদ্দীন ফারুকী প্রিন্স।
এ সময় উপস্থিত ছিলেন মজারুর চিফ একাডেমিক অফিসার আসাদ জোবায়ের, মজারুর উপদেষ্টা ও আলী আদনান, ডেপুটি ম্যানেজার জান্নাতুন নাইমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সার্ভিসে একজন শিক্ষার্থীর প্রয়োজন ও জ্ঞানের স্তর যাচাই করে শুধু তার জন্য পাঠপরিকল্পনা ও কনটেন্ট তৈরি করে একজন শিক্ষকের তত্ত্বাবধানে ক্লাসের ব্যবস্থা করা হবে। ওয়ান টু ওয়ান ক্লাসের এই প্রিমিয়াম সার্ভিস বিশ্বের যেকোনও প্রান্ত থেকে ৩ থেকে ১৫ বছরের শিশু-কিশোররা নিতে পারবে।
আরও জানানো হয়, এই কাস্টমাইজড শিক্ষাপদ্ধতিতে শিক্ষার্থীরা তার নিজের গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, সামাজিক বিকাশে পিছিয়ে থাকা শিশু, দেরিতে কথা বলা শিশু, প্রবাসী শিশুরা এই সার্ভিসে যুক্ত হয়ে তাদের প্রয়োজন অনুযায়ী শিখতে পারবে।