X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের বেতন

নির্ধারিত সময়ে ইএফটিতে তথ্য সংশোধন না হলে এপ্রিল থেকে বেতন বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৫

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ইএফটিতে পেতে হলে ভুল তথ্য সংশোধন করতে হবে। আর এই তথ্য সংশোধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

সময় বেঁধে দিয়ে নির্দেশনায় জানানো হয়, প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষকদের তথ্য সংশোধন করে অধিদফতরে পাঠাবেন আগামী ৬ মার্চ, উপজেলা থেকে শিক্ষা অফিসাররা সংশোধনের তথ্য পাঠাবেন ১১ মার্চ থেকে, জেলা শিক্ষা অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাবেন ১৭ মার্চের মধ্যে, আঞ্চলিক উপপরিচালক অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাতে হবে ৩০ মার্চের মধ্যে। আর ৭ এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে।

এই সময়ের মধ্যে তথ্য সংশোধন না হলে ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ১ জানুয়ারি থেকে ইএফটিতে পাঠানো শুরু হয়। যে সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিও’র তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন এক লাখ ৮৯ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারীর ২০২৪ সালের ডিসেম্বরের এমপিও প্রথম ধাপে ইএফটিতে পাঠানো হয়েছে। এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে অনেকের এমপিওশিটের নামের সঙ্গে জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) সঙ্গে অমিল আছে অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে, কিন্তু জন্মতারিখ অভিন্ন এমন এক লাখ ৫২ হাজার ২২০ জন শিক্ষক-কর্মচারীর ডিসেম্বরের এমপিও দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইএফটিতে পাঠানো হয়েছে।

এমপিওশিটের নাম এবং এনআইডি নাম অভিন্ন কিন্তু জন্মতারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন ৮ হাজার ২৩৮ জন শিক্ষক-কর্মচারীর ডিসেম্বরের এমপিও কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর ৮ হাজার ৮৮৭ জন শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য আইবাস প্লাস প্লাসে পাঠানো হয়েছে।

যে সব শিক্ষক-কর্মচারীর এমপিওশিটের জন্ম তারিখের সঙ্গে এনআইডি’র জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিও’র অর্থ ইএফটিতে পাঠনো করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে যে সব শিক্ষক-কর্মচারীর ডিসেম্বরের এমপিও ইএফটিতে পাঠানো হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও পাঠানো সম্ভব হয়নি তাদেরকে নিম্নে উল্লিখিত সূচি অনুযায়ী ২০২২ সালের ২৭ অক্টোবর পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে তাদের এমপিও’র অর্থ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিওশিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা সক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে। তবে, এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে লগ-ইন করে অনলাইনে আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে) বা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার (স্কুলের ক্ষেত্রে) মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে।

প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা ইএফটিতে অর্থ পাঠানোর জন্য প্রয়োজনীয় এমপিও তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক (কলেজ), উপপরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরকে অনুরোধ করার বিষয়টি ওই নির্দেশনায় বলা হয়েছে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না অ্যাডহক কমিটি
বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার
আইন না মেনে শ্রমিক ছাঁটাই করলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা
সর্বশেষ খবর
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ডুরার সভাপতি আবির, সম্পাদক জহির
ডুরার সভাপতি আবির, সম্পাদক জহির
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
ফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া