কিছু মালিকের কাছে শ্রমিকদের ন্যায্য মজুরি ও বেতন-ভাতা পরিশোধ না করাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)।
সংগঠনটি ঈদুল আজহার আগে সব শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শ্রমিক ও কৃষকের জন্য বরাদ্দের দাবি জানিয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ঢাকার তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসপি এসব দাবি করে।
এসএসপির নেতারা বলেন, প্রতিবছর ঈদের আগে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ তৈরি হয়। কিছু মালিক দেশের ভেতরে এবং বাইরে সম্পদের পাহাড় গড়ে তুললেও শ্রমিকদের ন্যায্য পাওনা দেন না।
তারা দাবি করেন, এমন মালিকদের তালিকা তৈরি করে গণমাধ্যমে প্রকাশ করতে হবে এবং তাদের আমদানি-রফতানি ও ট্রেড লাইসেন্স স্থগিত করতে হবে। এ ছাড়া আউটসোর্সিংয়ের নামে খণ্ডকালীন নিয়োগ দিয়ে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা বন্ধ করার আহ্বান জানায় সংগঠনটি।
সংগঠনটি আরও জানায়, তারা ২১ মে শ্রম উপদেষ্টার কাছে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করবে এবং দাবিগুলো না মানলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসএসপি প্রধান সমন্বয়ক বাচ্চু ভূঁইয়া, নির্বাহী সমন্বয়ক সোহেল শিকদার, সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশারেফ হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সভাপতি হারুন অর রশিদসহ অন্যান্য শ্রমিক নেতারা।