X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঢাকায় এসেছেন আতিফ আসলাম

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০১৬, ১৫:২০আপডেট : ২৮ মে ২০১৬, ১৭:২৫

আতিফ আসলাম। পাকিস্তান ও ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা আতিফ আসলাম ঢাকায় এসেছেন। আজ শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেছেন তিনি।

উদ্দেশ্য ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে অংশ নেওয়া।

কাল রবিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে। এতে আতিফ ছাড়াও গান গাইবেন ভারতের সংগীতশিল্পী মমতা শর্মা ও আকৃতি  কাক্কার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। কনসার্টের আয়োজন করেছে এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড।

২০০৪ সালের ১৭ জুলাই আতিফের প্রথম অ্যালবাম ‘জাল পরি’ প্রকাশিত হয়। ‘আদাত’ গানটির ব্যাপক জনপ্রিয়তার পর আতিফের এই অ্যালবামটি বাজারে আসে এবং অ্যালবামটি জনপ্রিয়তা পায়। এই অ্যালবামের ‘ভিগি ইয়াদিন’, ‘এহ্‌সাস’, ‘মাহি ভে’, ‘আখন সে’ এবং ‘জাল পরি’ গানগুলি জনপ্রিয়তা অর্জন করে। পপ গায়কী এবং শৈল্পিক দক্ষতার কারণে অ্যালবাম প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই আতিফ তারকাখ্যাতি অর্জন করেন। পাকিস্তানজুড়ে এই অ্যালবামটি জনপ্রিয়তা লাভ করে।

আতিফের পরিবারে কখনও সংগীতচর্চা ছিল না। এছাড়া আতিফ কখনও সংগীতে তালিমও নেন নি। তার সহজাত প্রতিভা এবং শিল্পী হবার তীব্র আকাঙ্ক্ষাই তাকে একজন জনপ্রিয় সংগীতশিল্পীতে পরিণত করে। এই জনপ্রিয়তা পাকিস্তান ছাড়িয়ে উপমহাদেশে ছড়িয়ে পড়ে। ডাক পান বলিউড থেকে। তার পরের অংশটুকু তো ইতিহাস। 

গানের বাইরে ২০১১ সালে পাকিস্তানি চলচ্চিত্র ‘বোল’-এ তিনি প্রথম অভিনেতা হিসেবে অবতীর্ণ হন।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা