X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভ শো

তিনি এলেন, মুগ্ধ হলেন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ২০:১৮আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ০০:৪৪


আফজাল হোসেন আফজাল হোসেন। দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। চিত্রশিল্পী ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও তার খ্যাতি। নন্দিত এ মানুষটি এসেছিলেন বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভ সেলিব্রেটি শো'তে অতিথি হয়ে।
রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলা ট্রিবিউন কার্যালয় থেকে সম্প্রচার করা হয় এটি।
প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিয়েছিলেন আফজাল। তাই আয়োজন নিয়েও প্রশংসা করেন এ অভিনেতা।
এদিকে, লাইভ অনুষ্ঠানে তিনি কথা বলেছেন, অভিনয়ে তার কম সময় দেওয়া, পাঠকদের আগ্রহের প্রশ্ন ‌‘ছোট কাকু’, বর্তমান সময়সহ নানা বিষয়ে। অভিনয়ের বাইরের অন্য কাজ নিয়েও কথা বলেন তিনি।
এছাড়া তিনি জানান, অন্য সব কাজের চেয়ে কবি সত্ত্বাটা তিনি বেশ উপভোগ করেন।
আয়োজন নিয়ে তিনি বলেন, ‌‘এটা অনেক বেশি পাঠকবান্ধব একটি আয়োজন। পাঠকদের আগ্রহে দেখে বেশ ভালো লেগেছে। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।’ অনুষ্ঠানে বন্যা মির্জা ও আফজাল হোসেন
সত্তর দশকের মাঝামাঝি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে শুরু আফজাল হোসেনের। এরপর বাংলাদেশ টেলিভিশনে একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। ১৯৮০-র দশকে টিভি নাটকে সুবর্ণা-আফজাল জুটি বিশেষ দর্শকপ্রিয়তা পেয়েছিল। এছাড়া তিনি বক্স-অফিস হিট করা ‘দুই জীবন’, ‘নতুন বউ’সহ বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন।
অভিনয় ছাড়া তার পরিচালনা ও চিত্রনাট্যে পাওয়া গেছে প্রশংসিত অসংখ্য নাটক। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে তিনি এই দেশের আইডল।
পাঠকদের আগ্রহে ছিল এগুলো বিষয়ও। তিন খণ্ডে ৪০ মিনিট চলা এ লাইভে প্রশ্নগুলোর উত্তর দেন আফজাল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ট্রিবিউনের ব্র্যান্ড কনসাল্টেন্ট অভিনেত্রী বন্যা মির্জা। সহযোগিতায় ছিলেন চৌধুরী আকবর হোসেন। বাংলা ট্রিবিউন পরিবারের সঙ্গে আফজাল হোসেন। বামে বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল ও ডানে প্রতিষ্ঠানের ব্র্যান্ড কনসাল্টেন্ট অভিনেত্রী বন্যা মির্জা

লাইভ অনুষ্ঠানের ভিডিওটি পুনরায় দেখতে ক্লিক করুন এখানে।
ছবি: সাজ্জাদ হোসেন

/এম/

সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!