X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

১৮ বছর পর ক্ষমা চাইলেন করণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮

কাজলের দুই লুক। মাঝে করণ। ছবি- জিনিউজ ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির অঞ্জলি চরিত্রটি সেসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তবে সম্প্রতি ওই চরিত্রের জন্যই ক্ষমা চেয়েছেন ছবিটির পরিচালক করণ জোহর।
কাজল অভিনীত ওই চরিত্রটিকে করণ যেভাবে ‘টমবয়’ থেকে কথিত ‘ভারতীয় নারী’র চরিত্রে পরিবর্তিত করেন, এজন্য পরিচালক বিষয়টিকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করে নিজের কাজের জন্য ক্ষমাও চান।
ফিল্মফেয়ার ম্যাগাজিনের সম্পাদক জিতেশ পিল্লাইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, “আমি যা করেছি, তা হাস্যকর। ওই ছবি দেখার পর শাবানা আজমি আমাকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, কেন ছোট চুল রাখলে আর বাস্কেটবল খেললে প্রেমে ব্যর্থতা পায়, আবার শাড়ি পরে ‘ভারতীয় নারী’র চরিত্রে বদলে ফেলার পরই সে প্রেমের দেখা পায়- এমন কেন!!”
করণ আরও বলেন, ‘আমি যা করেছি, তা সত্যিই হাস্যকর। আর এজন্য আমি ক্ষমাপ্রার্থী।’
খ্যাতিমান এই পরিচালক-প্রযোজক ক্ষমা চাওয়ার পেছনেও কারণ আছে। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী জোহরা সাইদ প্রশ্ন তোলেন, ‘আমি নিজেও একসময় টমবয় ছিলাম। আর (অঞ্জলি চরিত্রে) এই পরিবর্তনে আমি খুবই বিব্রত হয়েছি। কেন তা হলো?’ 

জোহরার ওই অভিযোগের প্রেক্ষিতেই করণ তার নিজের কাজের জন্য ক্ষমা চান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা