X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

টিএসসিতে হয়ে গেলো সঞ্জীব উৎসব

বিনোদন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৭:১৪

দলছুট ও বাপ্পা ২৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে ‘সঞ্জীব চত্বরে’ অনুষ্ঠিত হলো ‘৫ম সঞ্জীব উৎসব’। সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে এবারের উৎসবে অংশ নিয়েছিলেন সঞ্জীব অনুরাগী জনপ্রিয় বেশ কিছু ব্যান্ড ও শিল্পীরা।
গান গেয়েছেন বাপ্পা মজুমদার ও দলছুট, জয় শাহরিয়ার-পারভেজের ব্রাদারহুড প্রজেক্ট, মেঘদল, তরুণ, চিৎকার, পরিধি, ঘুণপোকা, গানকবি, অর্জন, নোনতা বিস্কুট, অনুরণ, ত্রিব্যাঞ্জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটিসহ আরও অনেকে। ব্রাদারহুড প্রজেক্ট ব্যান্ডের জয় শাহরিয়ার ও পারভেজ
এ উৎসবের আয়োজন সহযোগী ছিলো বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। সবার জন্য উন্মুক্ত এ উৎসব বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ছিলেন সৃষ্টিশীল শিল্পী, লেখক এবং সাংবাদিক। সাংবাদিকতা জগতে তার সৃষ্টিশীল নানা কাজ নতুন দিগন্তের সূচনা করেছিল। সঞ্জীব চৌধুরীর সঙ্গে বাপ্পা মজুমদারের যুগলবন্দি ‘দলছুট’ ব্যান্ড উপহার দিয়েছিলো বহু শ্রোতানন্দিত গান। আমি তোমাকেই বলে দেবো, সাদা ময়লা, সমুদ্র সন্তান, জোছনাবিহার, তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও, আমাকে অন্ধ করে দিয়েছিলো চাঁদ, স্বপ্নবাজি প্রভৃতি কালজয়ী গানের সঙ্গে জড়িয়ে আছে সঞ্জীব চৌধুরীর নাম।  উৎসব প্রাঙ্গণের একটি ছবি

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্ম নেওয়া এই শিল্পী ২০০৭ সালের ১৯ নভেম্বর স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মরণে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় সঞ্জীব উৎসব। মেঘদল

/এস/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা