X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার রেডিওতে প্রীত রেজা

বিনোদন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৭, ০৯:১৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ০৯:১৩

প্রীত রেজা ও আরজে কায়নাত রেডিওতে প্রথমবারের মতো ফটোগ্রাফির ওপর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দেশের অন্যতম আলোকচিত্রী প্রীত রেজা যেখানে প্রধান চমক।
অনুষ্ঠানের নাম- ফটো টক উইথ প্রীত রেজা। এটি ২৮ জানুয়ারি থেকে সম্প্রচার শুরু করছে এবিসি রেডিও।
রেডিও কর্তৃপক্ষ জানায়, এতে ফটোগ্রাফির কায়দা-কানুন শেখানো থেকে শুরু করে সবকিছু নিয়ে কথা বলবেন প্রীত।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার প্রীত ‘ওয়েডিং ডায়রি বাংলাদেশ’-এর কর্ণধার। দেশ-বিদেশে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানটি নিয়ে প্রীত বলেন, ‘টেলিভিশনেও ফটোগ্রাফি নিয়ে একটি অনুষ্ঠান করছি। এবার এফএম রেডিওর অভিজ্ঞতা উপভোগ করতে চাই। তরুণদের কথা ভেবে এই অনুষ্ঠানের পরিকল্পনা।’
এদিকে গত ২৩ তারিখ এবিসি রেডিওর সঙ্গে প্রীত চুক্তিবদ্ধ হন। এসময় উপস্থিত ছিলেন রেডিওরটির অনুষ্ঠান প্রধান এহসানুল হক টিটুসহ আরও অনেকে।
অনুষ্ঠানটির প্রযোজক ও সহ-আরজে হিসেবে থাকবেন কায়নাত। এটি প্রতি শনিবার বিকাল ৪টা-৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
রিমাক্রিতে চিত্রায়িত সিনেমা ‘নাদান’
আকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
তৃতীয় চোখআকি কাউরিসমাকির চলচ্চিত্র—রাজনীতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান 
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
প্রযোজক হিসেবেও আনন্দিত জয়া!
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
কানসৈকতে দেখা নির্মাতা অনুপম খেরের সঙ্গে
মাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!
এ সপ্তাহের সিনেমামাত্র ৪ প্রেক্ষাগৃহে কেন জয়ার সিনেমা!