X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

এই ‘কমলা রকেট’র যাত্রী তারা

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৯আপডেট : ২১ জুন ২০১৮, ১৮:১২

বুড়িগঙ্গার বুকে ভাসছে ‘কমলা রকেট’ তৌকীর আহমেদ-মোশাররফ করিম জানালেন, তারা দুজনেই কমলা রকেটের যাত্রী হয়েছেন! কিন্তু যে চিত্রটা পাওয়া গেল তাতে তো চোখ চড়ক গাছ! রকেট নয়, মাঝ বুড়িগঙ্গায় ভাসছে আস্ত একটা স্টিমার। শুধু রঙে যা একটু মিল! কমলা স্টিমার!
মঙ্গলবার (৩১ জানুয়ারি) এই কমলা রঙের স্টিমারের যাত্রী হয়েছেন তারা। কারণটা হলো নতুন ছবিতে এক ফ্রেমে আবারও বন্দি হলেন তৌকীর ও মোশাররফ।
ছবিটির নামই রাখা হয়েছে ‘কমলা রকেট’। হাস্যরসের মধ্যদিয়ে নানা অসংগতি উঠে আসবে এতে। চলতি বছর বাংলা একাডেমি পদকপ্রাপ্ত সাহিত্যিক শাহাদুজ্জামানের গল্পের এই ছবিটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু।
এদিকে ছবিটি নিয়ে জানতে তৌকীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমি ও মোশাররফ মাত্রই ‘হালদা’ ছবির কাজ করলাম। সেখানে আমি পরিচালক ছিলাম। আর এখানে আমি ও মোশাররফ দুজনই অভিনয় করছি।’’


তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রটিতে আমাকে একজন ধনী ব্যক্তি হিসেবে দেখানো হবে। যার নৈতিক ও আত্মিক স্খলনও দেখানো হবে। তবে এটাকে খলচরিত্র বলা ঠিক হবে না। এমন নৈতিক স্খলন আমাদের সমাজে অনেক বিত্তবানদের রয়েছে।’
শুটিংয়ের ফাঁকে স্টিমারে মোশাররফ করিম ও তৌকীর আহমেদের সেলফি প্রসঙ্গত, তৌকীর আহমেদ ও মোশাররফ করিম এর আগে ‘জালালের গল্প’ ছবিতে অভিনয় করেছেন একসঙ্গে।
এদিকে তাদের চরিত্র সম্পর্কে জানা যায়, তৌকীর এতে আতিক ও মোশাররফ মফিজুল হিসেবে অভিনয় করছেন। এছাড়াও এতে অপর মুখ্য চরিত্রে আছেন লাক্স-সুন্দরী সামিয়া সাঈদ।

‘কমলা রকেট'-এর বেশিরভাগ কাজ হবে এই স্টিমারে। তবে কিছু দৃশ্য ঢাকায়-ইনডোরে করা হবে।

/এম/এমএম/

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা