X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মাইকেল ক্লার্কের সঙ্গে জয়ার কী?

সুধাময় সরকার
১৩ এপ্রিল ২০১৭, ২০:৩০আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১১:১২

ক্লার্কের টুইট দু’দিন আগে বলিউডের বিদ্যা বালানের সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন কলকাতা শহরে। আর আজ দুপুর না গড়াতেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে জমিয়ে দিলেন ঢাকার জয়া!

একা নন, এসময় জয়া-ক্লার্কের সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলী আর অভিনেতা আবীর চ্যাটার্জিও।
জয়াও ক্লার্কের সেলফি আজ, বেলা ৩টার দিকে কলকাতার সংবাদ প্রতিদিনের অফিসে
জয়া, কৌশিক ও আবীরের সঙ্গে দেখা করে ক্লার্ক বেশ উচ্ছ্বসিত বটে। তা না হলে, সেটি আবার মুহূর্তেই টুইট করে জানিয়ে দিবেন কেন গোটা দুনিয়াকে? ছবিটি পোস্ট করে ক্লার্ক লিখেছেন, ‘গ্রেট টু মিট দিস ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাকটর্স অব দ্য মুভি ৥বিসর্জন- অল দ্য বেস্ট ফর দ্য রিলিজ গাইজ!’
এ নিয়ে সন্ধ্যায় কথা হলো জয়া আহসানের সঙ্গে। তিনি তখন বাংলা ট্রিবিউনকে বলেন মাইকেল ক্লার্কের সঙ্গে আজকের আড্ডার অভিজ্ঞতা। ‘আমরা ক্লার্কের সঙ্গে আজ দুপুরে দারুণ সময় কাটিয়েছি। ওকে আমি বিসর্জন-এর গল্প শুনিয়েছি। শুনে সে খুবই এক্সাইটেড। বললো, আমি মুভিটা দেখতে চাই।’
জয়া আরও বলেন, ‘‘আমার ওপর সবাই একটা দায়িত্ম চাপিয়ে দিয়েছে তখন। বলেছে, ক্লার্ককে জোর করে মিষ্টি খাওয়াতে হবে। কারণ, সে এই খাবার খায় না। তো আমি গল্প করতে করতে তাকে মিষ্টি তুলে দিতেই গব গব করে খেয়ে ফেললো! এরপর দুই বাটি আইসক্রিম, দুই বাটি গোলাব জাম খাওয়ালাম। খেতে খেতে প্রায় ক্লান্ত ক্লার্ক বললো, ‘আমি একাই খেয়ে খেয়ে ওজন বাড়াবো! তোমাকেও খেতে হবে।’ তার সম্মানে খেলাম একটু।’’  
দম নিয়ে কলকাতা থেকে জয়া আরও বলেন, ‘আমি বাংলাদেশের মেয়ে জেনে আরও আগ্রহ পেল। ক্রিকেট জীবনের অভিজ্ঞতা থেকে আমার সঙ্গে বাংলাদেশের অনেক গল্প করলো। সত্যি বলতে দারুণ একটা সময় পার কলাম আমরা। সবশেষে ক্লার্ক আমাদেরকে স্বাক্ষর করা তার অটোবায়োগ্রাফি উপহার দিলো।’
প্রসঙ্গত, সাবেক অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক আইপিএল-এর ধারাভাষ্যকার হিসেবে এখন ভারতের কলকাতায় অবস্থান করছেন।
‘বিসর্জন’-এর গান:

অন্যদিকে, ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে বাংলাদেশের জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘বিসর্জন’। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। আর এতে জয়ার বিপরীতে আছেন আবীর চ্যাটার্জি। যা কাল পহেলা বৈশাখ উৎসবে কলকাতায় মুক্তি পাচ্ছে।
ছবিটির প্রচারণার কাজে এখন খুবই ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি