X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘ওম শান্তি ওম’ থেকে জাপানে নাটক!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মে ২০১৭, ১০:০৪আপডেট : ১৫ মে ২০১৭, ১০:০৪

শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ব্যবসাসফল এই ছবিটি নিয়ে এবার জাপানে একটি নাটক তৈরি হচ্ছে। ‘ওমু শান্তি ওমু-কইসুরু রিনি’ নামে এই মিউজিকাল টিভি ড্রামাটি খুব শিগগিরই দেখা যাবে।

ওম শান্তি ওম ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ ছবিটি জাপানে মুক্তি পায় ২০১২ সালে। এখনও কয়েকটি সিনেমা হলে চলছে ফারাহ খান পরিচালিত ছবিটি। সেই জনপ্রিয়তা ধরেই একে নাটকে রূপ দেওয়ার চেষ্টা করেছেন নাট্যকার কোয়ানকি নাউকো। এতে শাহরুখ খানের ভূমিকায় অভিনয় করছেন কুরেনাই ইউজুরো ও দীপিকার চরিত্রে কিসাকা আইরি। অর্জুন রামপালের ভূমিকায় থাকছেন রি মাতোকো।

এর আগে জানুয়ারিতে টোকিও ইন্টারন্যাশনাল ফোরামে একবার মঞ্চায়িত হয়েছিল নাটকটি। সামনের জুলাইয়ে দেখা যাবে দ্বিতীয় মঞ্চায়ন। এমন সংবাদে খুবই রোমাঞ্চিত ফারাহ খান। জুলাইয়ে নাটকটি দেখার জন্য জাপান যাচ্ছেন তিনি। সেসময় দর্শকদের সঙ্গেও কথা বলার ইচ্ছে আছে বলে জানিয়েছেন এই কোরিওগ্রাফার ও পরিচালক।

তিনি জানান, সিনেমার চিত্রনাট্যটি দেখতে উন্মুখ হয়ে আছেন।

সূত্র: বলিউড হাঙ্গামা

/এমএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা